২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আহমেদ শেহজ়াদ। কিন্তু এখন ব্রাত্য তিনি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক দেশ পাকিস্তানে। তার আগে দল ঘোষণা করেছে পাকিস্তান। জায়গা পাননি শেহজ়াদ। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিশানা করেছেন। দল নির্বাচন নিয়ে তুলেছেন একাধিক প্রশ্ন।
এ বার দল নির্বাচনে চমক দিয়েছে পাকিস্তান। ২০১৭ সালের দলের যে সব ক্রিকেটার এই দলে নেই, বা যাঁরা অবসর নিয়েছেন তাঁরা নতুনদের নাম ঘোষণা করেছেন। সেই তালিকায় ছিলেন শেহজ়াদও। তিনি উসমান খানের নাম ঘোষণা করেছেন। যদিও সেই উসমানের জায়গা পাওয়া নিয়েই প্রশ্ন করেছেন তিনি।
সমাজমাধ্যমে শেহজ়াদ বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। তিনি বলেন, “পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা, আর পাকিস্তান দলে এক জন বিশেষজ্ঞ স্পিনার খেলাচ্ছে। দু’জন নতুন ওপেনার সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছে। ফখর জ়মান চোট সারিয়ে ফিরেছে। ওর সঙ্গে কে ওপেন করবে জানা নেই। বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ় খেলার পর সরাসরি এক দিনের দলে জায়গা পেয়েছে ফাহিম ও উসমান। ওরা অনেক দিন ৫০ ওভারের ক্রিকেট খেলেইনি। দল গড়ার সময় এই সব কি ভাবা হয়েছে?”
আরও পড়ুন:
কোনও ক্রিকেটারকে নিশানা না করলেও বোর্ডকে নিশানা করেছেন শেহজ়াদ। তাঁর মতে, অপেশাদারিত্ব দেখিয়েছে বোর্ড। তিনি বলেন, “খেলায় হার-জিত আলাদা কথা। কিন্তু এই দল নির্বাচন করে নির্বাচকেরা নিজেদের অপেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। আমাদের দেশে খেলা হচ্ছে। সেখানে আমরা নিজেদের সেরা দল খেলাব। সেটাই তো হচ্ছে না। এই দল কত দূর যাবে সন্দেহ আছে।”
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওয়াসিম আক্রম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কও অবাক হয়েছেন, মাত্র এক বিশেষজ্ঞ স্পিনার খেলানোয়। ফাহিম আশরফের দলে সুযোগ পাওয়ায় অবাক হয়েছিলেন আক্রম। সেই সুরেই কথা বললেন শেহজ়াদ। ২০১৯ সালের পর থেকে আর পাকিস্তানের হয়ে কোনও ফরম্যাটে সুযোগ পাননি শেহজ়াদ। মাঝেমধ্যেই বোর্ডের সমালোচনা করেন তিনি। সেই কাজ আরও এক বার করলেন পাক ব্যাটার।