রঞ্জির শেষ দুই রাউন্ডের ম্যাচে জাতীয় দলে খেলা বেশ কয়েক জন ক্রিকেটারকে খেলতে দেখা গিয়েছে। সেই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা, শুভমন গিল, মহম্মদ সিরাজেরা। ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ রোহিত ও কোহলি। তার পরেও কোহলির দল দিল্লি অবশ্য ম্যাচ জিতেছে। কিন্তু রোহিতের দল মুম্বই জম্মু-কাশ্মীরের কাছে হেরেছে। সেই হার মানতে পারছেন না মুম্বইয়ের প্রধান নির্বাচক সঞ্জয় পাতিল। হারের দায় ঘুরিয়ে রোহিতদের উপরেই দিয়েছেন তিনি।
রঞ্জির কোয়ার্টার ফাইনালে উঠেছে মুম্বই। সেখানে প্রতিপক্ষ হরিয়ানা। সেই ম্যাচের আগে পাতিল বলেন, “জম্মু-কাশ্মীরের কাছে হার আমি এখনও মানতে পারছি না। ওখানে জাতীয় দলের ক্রিকেটারদের সুযোগ দিতে আয়ুষ মাতরের মতো তরুণদের বাদ দিতে হয়েছে। মুম্বই দলে এমন ক্রিকেটারদের দরকার যারা ম্যাচ জেতাবে। সেটা জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে দেখা যায়নি।”
আরও পড়ুন:
পাতিল স্পষ্ট করে দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটারদের বুঝতে হবে যে শুধু খেলার জন্য খেলতে নামলে হবে না। জেতার জন্য নামতে হবে। তিনি বলেন, “বোর্ড নির্দেশ দিয়েছে বলেই খেলতে হবে, এমন কোনও কথা নেই। জাতীয় দলের ক্রিকেটারদের বুঝতে হবে যে শুধু খেলার জন্য নামলেই হবে না। মুম্বই ক্রিকেটের সংস্কৃতি এটা নয়। এখানে সেই ক্রিকেটারদের জায়গা হবে যারা দলের জন্য ১০০ শতাংশ দেবে।” এই মরসুমে ওপেন করতে নেমে ভাল খেলছেন আয়ুষ। কিন্তু রোহিত খেলায় জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে জায়গা হয়নি তাঁর। প্রধান নির্বাচক রোহিতের নাম না নিলেও তাঁর কথা থেকে স্পষ্ট যে হারের দায় রোহিতদের উপরেই চাপাচ্ছেন তিনি।
৮ ফ্রেব্রুয়ারি থেকে হরিয়ানার বিরুদ্ধে খেলা মুম্বইয়ের। প্রথমে লাহলিতে সেই খেলা হওয়ার কথা থাকলেও পরে তা ইডেনে সরে এসেছে। কারণ না জানা গেলেও মনে করা হচ্ছে, কুয়াশার কারণেই খেলা সরেছে। সেই ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলবেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে। তাঁদের আগে থেকেই স্পষ্ট বার্তা দিয়েছেন পাতিল। তিনি বলেন, “জাতীয় দলে খেলা ছয় ক্রিকেটার খেলার পরেও জম্মু-কাশ্মীরের কাছে আমরা হেরেছি। এর থেকে খারাপ কিছু হয় না। তাই সূর্য ও শিবমকে আগে থেকেই মনে করিয়ে দিতে চাই, শুধু খেলতে হবে বলে নামলে হবে না। মুম্বইয়ের জয়ে বড় ভূমিকা নিতে হবে।” পাতিলের কথা থেকে স্পষ্ট, আরও একটি ম্যাচে যাতে একই হাল না হয় তার জন্য আগে থেকেই ক্রিকেটারদের নির্দেশ দিয়েছেন তিনি।