ঝুলন গোস্বামী এবং মিতালি রাজ। —ফাইল ছবি
মহিলাদের বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছে ভারতীয় দল। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিরাট ব্যবধানে হারিয়েছে। অভিজ্ঞ ফাস্ট বোলার ঝুলন গোস্বামী বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। তবু আইসিসি ক্রমতালিকায় নেমে গেলেন তিনি। পতন হয়েছে ছন্দে না থাকা অধিনায়ক মিতালি রাজেরও।
আইসিসি-র মহিলা ব্যাটারদের এক দিনের ক্রম তালিকায় তিন ধাপ নেমে সাত নম্বরে আছেন মিতালি। বিশ্বকাপের তিন ম্যাচে মাত্র ৪৫ রান করার মাসুল দিতে হল তাঁকে। তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালিসা হিলি। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট। ক্রমতালিকার অষ্টম থেকে তৃতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ব্যাটার অ্যামি স্যাটার্থওয়েট। চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন এই কিউয়ি ব্যাটার। প্রতি ম্যাচেই ভাল রান পেয়েছেন এখনও পর্যন্ত।
ঝুলন গোস্বামী বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েও ক্রমতালিকায় জায়গা ধরে রাখতে পারলেন না। চতুর্থ স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছেন তিনি। বোলারদের ক্রমতালিকার শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার জেস জোনাসসেন দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ারই মেগান শ্যুট। চার ধাপ উঠে দক্ষিণ আফ্রিকার মারিজেন কাপ চতুর্থ স্থানে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন তিনি।
💥 Batters Satterthwaite, Wolvaardt make big gains
— ICC (@ICC) March 15, 2022
🔥 Marizanne Kapp enters top five in bowlers list
👊 Hayley Matthews makes all-round gains
A lot of movements in the @MRFWorldwide ICC Women's ODI Player Rankings this week.
Details 👉 https://t.co/Tjimjhe5f1 pic.twitter.com/LfJbXc9kak
ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগেই দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতীয় দলের কোচ রমেশ পাওয়ার। তাঁর সেই ক্ষোভ যে অমূলক ছিল না, আইসিসি-র ক্রমতালিকায় ভারতীয়দের এই পতনই তার প্রমাণ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy