আগামী এক দিনের বিশ্বকাপের সঙ্গে ধোনিকে যুক্ত করল আইসিসি। —ফাইল ছবি।
ক্রিকেটাররা এখন আইপিএল খেলতে ব্যস্ত। তার মধ্যেই এক দিনের বিশ্বকাপের দামামা বাজিয়ে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ২০১১ সালে শেষ বার এক দিনের বিশ্বকাপ হয়েছিল ভারতে। সে বার মহেন্দ্র সিংহ ধোনির দল চ্যাম্পিয়ন হয়েছিল। ১২ বছর পর সেই স্মৃতি উসকে দিল আইসিসি। ভারতীয় ক্রিকেটের সাফল্যের দিনে প্রকাশ করা হল আগামী বিশ্বকাপের লোগো।
রবিবার পূর্ণ হল ভারতের দ্বিতীয় এক দিনের বিশ্বকাপ জয়ের ১২ বছর। ২০১১ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ২ এপ্রিল। ছক্কা মেরে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন তৎকালীন অধিনায়ক ধোনি। এক যুগ পর সেই স্মৃতি ফিরিয়ে দিল আইসিসি। আগামী অক্টোবরে ভারতের মাটিতে চতুর্থ বার এক দিনের বিশ্বকাপের আসর বসবে। তারই প্রচার শুরু করে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সমাজমাধ্যমে আইসিসি লিখেছে, ‘‘মহেন্দ্র সিংহ ধোনি ছয় মেরে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন ঠিক ১২ বছর আগে। ২০২৩ সালের প্রতিযোগিতার ব্র্যান্ডের উদ্বোধনের জন্য সেই দিনটিকেই বেছে নেওয়া হল।’’ রবিবার প্রকাশ করা হয়েছে ২০২৩ বিশ্বকাপের লোগো।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এ বারের এক দিনের বিশ্বকাপ। ফাইনাল হওয়ার কথা ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দেশের মোট ১২টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলি। মোট ৪৮টি ম্যাচ হবে বিশ্বকাপে। আয়োজক ভারত-সহ মোট ১০টি দেশ অংশগ্রহণ করবে। আটটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি দু’টি দেশ আসবে যোগ্যতা অর্জন পর্ব খেলে।
Twelve years to the day of MS Dhoni's six to win @cricketworldcup 2011, the tournament's 2023 brand has been unveiled
— ICC (@ICC) April 2, 2023
More https://t.co/MezfuOqUqq
১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি। তাদের যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে। একই পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়েরও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy