চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েও অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি পাকিস্তান। সাতটি দেশের (ভারত বাদে) ম্যাচ আয়োজন করেছে তারা। তিনটি দেশ ইতিমধ্যেই বিদায় নিয়েছে। শনিবার আরও একটি দেশ বিদায় নেবে। অথচ রবিবার একটি দেশও পাকিস্তানে থাকবে না। নেপথ্যে আইসিসি-র অদ্ভুত সিদ্ধান্ত।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইতিমধ্যেই উঠে গিয়েছে ভারত। তারা শেষ চারের ম্যাচও খেলবে দুবাইয়ের মাঠেই। কিন্তু ভারতের সঙ্গে সেমিফাইনাল খেলার জন্য তিনটি দেশকে দুবাইয়ে যেতে হবে। তার মধ্যে একটি দেশকে সোমবার আবার পাকিস্তানে ফিরতে হবে। আইসিসি-র এই সূচি এবং সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠে গিয়েছে। তারা শনিবার সকালেই দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছে। দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচের পর প্রোটিয়ারাও দুবাইয়ের পথে রওনা দেবে। তার আগে আফগানিস্তানও দুবাইয়ে পৌঁছে যাবে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কোনও একটি দেশকে আবার পাকিস্তানে ফিরতে হবে। একটি দল নিজের দেশে ফিরে যাবে। তা নির্ভর করছে রবিবার ভারত বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচে কে জেতে তার উপরে।
ভারত বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচে যে জিতবে সে গ্রুপে শীর্ষস্থানে শেষ করবে। ভারতের বিরুদ্ধে কোন দেশ সেমিফাইনালে খেলবে তা এখনও নির্ধারিত হয়নি। রবিবারের ম্যাচের পর হবে। আইসিসি চাইছে সেমিফাইনালে ভারতের সম্ভাব্য দুই প্রতিপক্ষই যতটা বেশি সম্ভব অনুশীলন করুক। তাই তিন দলকেই দুবাই নিয়ে যাওয়া হবে। ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচের পর যে কোনও একটি দেশ সেমিফাইনাল খেলার জন্য আবার পাকিস্তানে ফিরবে। আফগানিস্তানের যোগ্যতা অর্জনের সম্ভাবনা খুবই ক্ষীণ। তবু তাদেরও দুবাই নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন:
স্বাভাবিক ভাবেই আইসিসি-র এই সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে। তবে কোনও দেশই প্রকাশ্যে মুখ খোলেনি। যাতায়াতের ঝামেলার কারণে অনুশীলনে ব্যাঘাত হবে, এই দাবি উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। ফাইনালের আগেও একই জিনিস দেখা যেতে পারে। ভারত ফাইনালে উঠলে খেলা হবে দুবাইয়ে। না হলে হবে লাহোরে।