চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত। রবিবার দুবাইয়ে ফাইনালে নিউ জ়িল্যান্ডকে চার উইকেটে হারাল তারা। ট্রফি জিতে ভারতীয় বোর্ডের কোষাগারে মোটা টাকা ঢুকতে চলেছে। নিউ জ়িল্যান্ডও ভালই অর্থ পাবে।
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি মোট ৬০ লক্ষ ডলার বা ৬০ কোটি টাকা পুরস্কারমূল্য নির্ধারিত করেছে। প্রতিটি দলই কিছু না কিছু টাকা পাবে। খালি হাতে ফিরতে হবে না কাউকেই। আলাদা করে প্রতিটি দেশকেই ১ কোটি টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রুপ পর্বের এক একটি ম্যাচ জেতার জন্য ২৯.৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠেছিল। তারা পাবে ৪.৮৭ কোটি টাকা করে। দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে দু’টি ম্যাচ জেতায় ৫৯ লাখ এবং অস্ট্রেলিয়া ২৯.৫ লাখ টাকা পাবে।
আরও পড়ুন:
বাংলাদেশ এবং আফগানিস্তান নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে। এই দুই দেশ ৩.০৪ কোটি টাকা করে পাবে। পাকিস্তান এবং ইংল্যান্ড নিজেদের গ্রুপে সবার নীচে শেষ করেছে। দুই দেশই ১.২১ কোটি টাকা করে পাবে।
ভারত গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জিতেছিল। তাই ফাইনালে নামার আগেই তাদের পকেটে ৮৮.৫ লাখ টাকা ঢুকে গিয়েছিল। ফাইনালে জেতার পর ভারতের মোট পুরস্কারমূল্য দাঁড়াল ২০.৩৮ কোটি টাকা। অন্য দিকে, নিউ জ়িল্যান্ড রানার্স হওয়ায় পাচ্ছে ৯.৭৪ কোটি টাকা। পাশাপাশি গ্রুপ পর্বে দু’টি ম্যাচ জেতায় আরও ৫৯ লাখ ঢুকছে তাদের ঘরে। অর্থাৎ সব মিলিয়ে নিউ জ়িল্যান্ড পাচ্ছে ১০.৩৩ কোটি টাকা।
- এ বার অংশ নিয়েছে আয়োজক পাকিস্তান এবং ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড।
- চ্যাম্পিয়ন্স ট্রফি এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা। ‘মিনি বিশ্বকাপ’ নামে পরিচিত। সেরা আটটি দল খেলে আইসিসির এই প্রতিযোগিতায়।
-
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণ নিয়ে বিতর্ক বাড়ছে, আমন্ত্রণ না পেয়ে কড়া পদক্ষেপ পাক বোর্ডের
-
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরদিনই অবসর নিয়ে মন্তব্য জাডেজার, চার শব্দে দিলেন উত্তর
-
রোহিতের হাতে ট্রফি ওঠার পরই দলছুট শামি! রবি রাতে মঞ্চ থেকে কেন নেমে যান বাংলার বোলার
-
এক অধিনায়কের অভিনন্দন বার্তা আর এক নেতাকে, রোহিতকে কী লিখলেন সূর্যকুমার?
-
কেন ডাকা হল না পুরস্কারমঞ্চে? আইসিসি-র কাছে জানতে চাইবে ক্ষুব্ধ পাকিস্তান