আবার মেলবোর্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ডব্লুবিবিএল খেলবেন হরমনপ্রীত। ফাইল ছবি।
আগামী মরসুমেও অস্ট্রেলিয়ায় মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলবেন হরমনপ্রীত কাউর। মেলবোর্ন রেনেগেডসের হয়েই আবার খেলতে দেখা যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে।
২০২১-২২ মরসুমে মেলবোর্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দুরন্ত পারফরমান্স করেছিলেন হরমনপ্রীত। ৫৮ গড়ে ৪০৬ রান করেন মহিলাদের বিবিএলে। বল হাতেও ১৫টি উইকেট নেন। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারও হন তিনি। সেই দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আবার হরমনকে সই করাল মেলবোর্ন। বিবিএলের পুরনো দলে ফিরতে পেরে খুশি হরমনও।
হরমন জানিয়েছেন, মহিলাদের বিবিএলের মেলবোর্ন ফ্র্যাঞ্চাইজি তাঁর ক্রিকেটের উন্নতি করেছে। তিনি বলেছেন, ‘‘মেলবোর্নের হয়ে আবার খেলব ভেবেই দারুণ উত্তেজিত লাগছে। গত মরসুমের দলের পরিবেশ দারুণ উপভোগ করেছি। ওই পরিবেশ আমায় সেরা ক্রিকেট খেলতে সাহায্য করেছিল। আমি শুধু দলের হয়ে নিজের সেরা ক্রিকেটটা খেলতে চেয়েছিলাম।’’
বিবিএল খেলার অভিজ্ঞতা নিয়ে ভারত অধিনায়ক আরও বলেছেন, ‘‘দলের সবাই দারুণ ভাবে সকলের পাশে ছিল। পরিবেশটাই আমাদের সেরা পারফরম্যান্স করতে সাহায্য করেছিল। ভাল খেললেও আমাদের উন্নতি করার অনেক জায়গা রয়েছে। আশা করব আগামী মরসুমে নিজেদের খামতিগুলো ঢাকতে পারব এবং ট্রফি জিততে পারব।’’
It's official 😍#GETONRED pic.twitter.com/yPnUOkEH43
— Renegades WBBL (@RenegadesWBBL) July 4, 2022
মেলবোর্ন ফ্র্যাঞ্চাইজিও হরমনকে ধরে রাখতে পেরে খুশি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হরমনপ্রীত বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। ওর পরিসংখ্যানই ওর হয়ে কথা বলে। শেষ মরসুমে আমাদের একাধিক ম্যাচ জিততে সাহায্য করেছে হরমনপ্রীত। আমরা আশা করছি ব্যাট এবং বল হাতে একই রকম দুরন্ত পারফরম্যান্স করবে আগামী মরসুমেও।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy