Advertisement
E-Paper

Women Cricket: ঝুলনের অভাব বোধ করছে না ভারত, হরমনের দলে কি প্রয়োজন শেষ বাংলার জোরে বোলারের?

দ্বিতীয় এক দিনের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটে জয়ের পরেই বিতর্ক। মেঘনা জানিয়ে দিলেন, ঝুলনকে ছাড়াই তাঁরা ভাল পারফরম্যান্স করতে সক্ষম।

ঝুলনের অভাব বুঝতে পারছেন না হরমনপ্রীতরা।

ঝুলনের অভাব বুঝতে পারছেন না হরমনপ্রীতরা। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ১৯:৫১
Share
Save

শ্রীলঙ্কাকে দ্বিতীয় এক দিনের ম্যাচে ১০ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার মহিলা দল করে ১৭৩ রান। জবাবে ২৫.৪ ওভারেই ১৭৪ রান তুলে নেন ভারতের দুই ওপেনার।

জয়ের আনন্দের মধ্যেও নতুন বিতর্ক সৃষ্টি করলেন মেঘনা সিংহ। ২৮ বছরের জোরে বোলার সাফ জানিয়ে দিলেন, তাঁরা ঝুলন গোস্বামীর মতো অভিজ্ঞ বোলারের অভাব অনুভব একদমই করছেন না। সিরিজ জেতার পরেই মেঘনা বলেছেন, ‘‘দলের সদস্যরা সকলে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি। তাই ঝুলনের মতো অভিজ্ঞ বোলারের অভাব তেমন বোঝা যাচ্ছে না। আমাদের দলে ওর অবদান প্রচুর। ওর অনুপস্থিতিতেও আমরা বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করতে পারি।’’

তবে কি মিতালি রাজ অবসর নেওয়ার পর আরেক প্রাক্তন অধিনায়ক ঝুলনকেও আর দলে চাইছেন না হরমনপ্রীত কাউররা। অভিজ্ঞ সিনিয়রদের বাদ দিয়ে নিজের পছন্দের দল গড়তে চাইছেন হরমন। নিজে মুখে না বললেও মেঘনার মুখে ঝুলন সংক্রান্ত মন্তব্য ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হরমনপ্রীত নিজেও ম্যাচের পর বোলারদের প্রশংসা করেছেন।

ওপেনিং জুটি নিয়েও চিন্তা ছিল হরমনপ্রীতের। বড় জুটি তৈরি করতে পারছিলেন না স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। রান পেলেও বড় রান পাচ্ছিলেন না কেউই। তাঁদের অনবদ্য ওপেনিং জুটিতেই ১০ উইকেটে জয় পেল ভারত। মাত্র ৬ রানের জন্য শতরান পূর্ণ করতে পারলেন না মান্ধানা। ৯৪ রানে অপরাজিত থাকলেন তিনি। উইকেটের অন্য প্রান্তে শেফালি অপরাজিত থাকলেন ৭১ রানে।

সোমবার আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন দুই ওপেনারই। মান্ধানার ৮৩ বলের ইনিংসটি সাজানো ১১টি চার এবং ১টি ছয় দিয়ে। শেফালি ৭১ রান করতে খরচ করলেন ৭১ বল। মারলেন ৪টি চার, ১টি ছয়। শ্রীলঙ্কার কোনও বোলারকেই রেয়াত করেননি তাঁরা।

ব্যাটারদের আগে দাপট দেখান ভারতের বোলাররাও। শ্রীলঙ্কার ব্যাটারদের কখনই স্বচ্ছন্দ দেখায়নি। রেণুকা সিংহ মাত্র ২৮ রান খরচ করে ৪ উইকেট নিলেন। শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটারের তিন জনকেই সাজঘরে ফিরিয়ে ভারতকে প্রথম থেকেই চালকের আসনে বসিয়ে দেন এই জোরে বোলার। দু’টি করে উইকেট পেয়েছেন মেঘনা সিংহ এবং দীপ্তি শর্মা।

ওপেনাররা রান পাওয়ায় ম্যাচের পর স্বস্তি প্রকাশ করেছেন অধিনায়ক হরমনপ্রীত। তিনি বলেছেন, ‘‘আমরা বড় জুটি কথা বলছিলাম। শেষ পর্যন্ত সেটা হল। ব্যাটারদের পারফরম্যান্সে আমি খুশি। এমন ইনিংস দেখতে দারুণ লাগে।’’ হরমনপ্রীত খুশি বোলারদের পারফরম্যান্স নিয়েও। প্রথম থেকে ধারাবাহিক ভাবে উইকেট তুলতে পারা কাজ সহজ করেছে বলে জানিয়েছেন।

অনবদ্য ইনিংস খেললেন মান্ধানা।

অনবদ্য ইনিংস খেললেন মান্ধানা। ছবি: পিটিআই

৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন রেণুকা। নিজের পারফরম্যান্সে তিনি খুশি। রেণুকা বলেছেন, ‘‘নিজের শক্তির জায়গাগুলোতেই গুরুত্ব দিয়েছি অনুশীলনে। সঠিক লেংথে বল করেও বৈচিত্র আনার চেষ্টা করেছি। এই ম্যাচের উইকেট বুঝেই প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেটা আমরা কাজে লাগাতে পেরেছি। আমরা কেউ অতিরিক্ত কিছু করার চেষ্টা করছি না।’’

Harmanpreet Kaur Jhulan Goswami Indian Women Cricket team Smriti Madhana Meghna Singh Mithali Raj

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।