অকপট: কোহলির স্বতঃস্ফূর্ত মেজাজের ভক্ত ভাজ্জি। ফাইল চিত্র।
মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলি। দুই অধিনায়কের নেতৃত্বেই খেলেছেন সদ্য অবসর নেওয়া অফস্পিনার হরভজন সিংহ। এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিশ্লেষণ করেছেন দুই অধিনায়কের মধ্যে পার্থক্য কোথায়। অকপটে জানিয়েছেন, আগ্রাসী দৃষ্টিভঙ্গির জন্যই কোহলি টেস্টে এত বেশি সফল।
হরভজন মনে করেন, ধোনির মতো নরম চরিত্রের মানুষ হলে কখনওই এত রান করতে পারতেন না কোহলি। তাঁর কথায়, ‘‘মনে আছে একবার বিরাট একটা টেস্টে প্রচুর রান করে। তবু ভারত সে বার সিরিজ় জিততে পারেনি। ৪০০ রান তাড়া করতে নামে আমাদের দল। সেখানে বিরাটই বড় একটা সেঞ্চুরি করে। ও প্যাভিলিয়নে ফেরার পরে আমি শুধু বলেছিলাম, ম্যাচটা ড্র হতে পারে। ও জবাব দেয়, ড্র একটা গুরুত্বহীন ব্যাপার। হয় জিততে হবে, না হলে হারো। বিরাটের আরও বক্তব্য ছিল, যে দিন আমরা লড়াই করতে পারব, সে দিন জিততেও শিখে যাব। আর সে দিনটা নাকি আসবেই!’’
হরভজন ফাঁস করেছেন, অস্ট্রেলিয়ায় সে বার টেস্ট ড্র করার লক্ষ্য নিয়ে ভারত খেলেছিল। কিন্তু পরবর্তী কালে কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ় জিতে ফিরেছে ভারত। ‘‘আমাদের দরকার বিরাটের মতো ক্রিকেটারকে। সেটা হলেই আগামী দিনে ভারতীয় দল সামনের দিকে আরও এগিয়ে যাবে। একটা সময় ছিল যখন ভারত এবং অস্ট্রেলিয়া খেলত টেস্ট ড্র রাখতে। কোনও ভাবে হারতে না হয়, সেটাই একমাত্র লক্ষ্য থাকত। কিন্তু বিরাট অধিনায়ক থাকার সময়ে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছে কী ভাবে টেস্ট জেতা যায় তার পরিকল্পনা নিয়েই,’’
বলেছেন হরভজন।
হরভজন নিজের ক্রিকেট জীবনের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথাও বলেছেন। ১০৩ টেস্ট খেলে তাঁর মোট উইকেট ৪১৩টি। ‘‘চারশো উইকেট পাওয়া একজন প্রত্যাশা করতেই পারে, দল থেকে তাকে কেন বাদ দেওয়া হল, সেটা অন্তত জানানো হবে। আমি বাদ পড়ার কারণ জানতে দলের অনেককে প্রশ্নও করেছিলাম। কিন্তু কেউ কোনও জবাব দেয়নি। আরও তিন-চার বছর সুযোগ দিলে সংখ্যাটা হয়তো ৫০০ হয়ে যেত। যেটা আমি পাইনি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy