বয়স যে কেবলই একটি সংখ্যা তা প্রমাণ করে দিচ্ছেন ইমরান তাহির। ৪৪ বছর বয়সেও একের পর এক ম্যাচে উইকেট নিয়ে চলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন স্পিনার টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট নিয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই নজির গড়েছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন তাহির। খুলনা টাইগার্সের বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়েছেন তিনি। ম্যাচের আগে ৪৯৭ উইকেট ছিল তাহিরের। প্রথমে খুলনার অ্যালেক্স হেলসকে ফেরান তিনি। তার পর আউট করেন আনামুল হক বিজয়কে। তাঁর তৃতীয় শিকার আফিফ হোসেন শ্রুব। আফিফই তাহিরের ৫০০তম উইকেট। পরে আরও দু’টি উইকেট নেন তিনি। আউট করেন হাবিবুল রহমান ও আকবর আলিকে। ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন তাহির।
আরও পড়ুন:
তাহির ছাড়া টি-টোয়েন্টিতে আর যে বোলারদের ৫০০ বা তার বেশি উইকেট রয়েছে তাঁরা হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ডোয়েন ব্র্যাভো, সুনীল নারাইন ও আফগানিস্তানের রশিদ খান। তালিকায় চতুর্থ বোলার হলেন তাহির।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৩ থেকে ২০১৯ সালের মঘ্যে ৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। নিয়েছেন ৬৩টি উইকেট। ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি তাহির। তার পরেই অবসর নেন তিনি। তবে বিশ্বের বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগে খেলতে দেখা যায় তাহিরকে। উইকেট নিয়ে এখনও দেখা যায় তাঁর বিখ্যাত দৌড়। বয়স যতই ৪৪ হোক না কেন, থামানো যাচ্ছে না তাহিরকে।