চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। এর মধ্যে ভারতের বিরুদ্ধে রান তাড়া করে জিতেছে। পাকিস্তানের বিরুদ্ধেও পরে ব্যাট করছে ভারত। কিন্তু দুবাইয়ে রান তাড়া করা কঠিন বলেই মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় স্পিনার সতর্ক করে দিলেন সতীর্থদের।
রবিবার দুবাইয়ে প্রথম ১০ ওভারে ৫২ রান করে পাকিস্তান। সেই সঙ্গে দু’টি উইকেটও হারায় তারা। পরে যদিও সাউদ শাকিল এবং মহম্মদ রিজ়ওয়ান ১০৪ রানের জুটি গড়েন। কিন্তু তাঁরা খুবই মন্থর গতিতে রান করছিলেন। অশ্বিন রবিবার সমাজমাধ্যমে লেখেন, “দুবাইয়ের পিচগুলো মন্থর। করাচিতে পাকিস্তানের ব্যাটিংয়ের সঙ্গে তুলনা করলে চলবে না। আগের ম্যাচে দুবাইয়ে রান তাড়া করা সহজ ছিল না।”
আরও পড়ুন:
দুবাইয়ে ভারত-বাংলাদেশ ম্যাচেও মিডল ওভারে রান হয়নি। নাজমুল হোসেন শান্তর দল ২২৮ রান করেছিল। ভারত সেই রান তাড়া করতে নেমে একটা সময় চাপে পড়েছিল। যদিও শুভমন গিল শতরান করে ম্যাচ জেতান।
পাকিস্তান দুবাইয়ে প্রথমে ব্যাট করে ২৪১ রান করে। শাকিল করেন ৬২ রান। রিজ়ওয়ান ৪৬ রান করেন। খুশদিল শাহ করেন ৩৮ রান। ভারতের হয়ে তিন উইকেট নেন কুলদীপ যাদব। দু’টি উইকেট নেন হার্দিক পাণ্ড্য। একটি করে উইকেট নেন হর্ষিত রানা, অক্ষর পটেল এবং রবীন্দ্র জাডেজা।