দিল্লির এই আদালত সমন পাঠিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটারকে। —ফাইল চিত্র
বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের বিরুদ্ধে। এই অভিযোগে তাঁকে সমন পাঠিয়েছে দিল্লির একটি আদালত। আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।
গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ, দিল্লির প্রিয়া এনক্লেভে পুরসভার জায়গায় বেআইনি ভাবে একটি লাইব্রেরি তৈরি করিয়েছেন তিনি। এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন রবি ভার্গব ও রোহিত কুমার মাহিয়া নামের দুই আইনজীবী। তাঁরা আদালতের কাছে আবেদন জানিয়েছেন, কোনও ভাবেই যাতে এই বেআইনি নির্মাণকে অনুমতি না দেওয়া হয়। পুরসভাকেও এই বিষয়ে পদক্ষেপ করার আবেদন করেছেন তাঁরা।
অভিযোগকারীরা আরও জানিয়েছেন, যে জায়গায় লাইব্রেরি তৈরি হয়েছে সেখানে আগে আবর্জনা ফেলা হত। কিন্তু পুরসভার আধিকারিকদের সঙ্গে হাত মিলিয়ে সেখানে বেআইনি ভাবে সেই লাইব্রেরি তৈরি করিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। অভিযোগ, প্রথমে সেখানে আবর্জনা ফেলা বন্ধ হয়। পরে প্রায় ২৭০০ বর্গফুটের সেই জায়গার উপর অনুমতি ছাড়াই লাইব্রেরি তৈরি করা শুরু করেন গম্ভীর।
অভিযোগকারীদের বক্তব্য শুনে অতিরিক্ত বিচারক হিমাংশু রমন সিংহ সমন পাঠিয়েছেন গম্ভীরকে। এই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত গম্ভীর কোনও মন্তব্য করেননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy