প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রিয়ঙ্কা। —নিজস্ব চিত্র
উদ্বোধন হল মেয়েদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জার কাপ। বুধবার রাজস্থান ক্লাবের মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রিয়ঙ্কা রায়।
জগমোহন ডালমিয়ার স্ত্রী চন্দ্রলেখা ডালমিয়ার স্মরণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজস্থান ক্লাব এবং মদনমোহন টালা স্ট্রিট বাডিং উইমেন ক্রিকেট ক্লাবের তরফে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২২ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। অংশগ্রহণ করবে চারটি দল। তাদের নাম মা সারদা, সন্ত টেরিজা, স্কেলার নিবেদিতা এবং রানি রাসমণি। ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ফাইনাল ম্যাচ।
এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রিয়ঙ্কা। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেন তিনি। ২৭টি এক দিনের ম্যাচ এবং ১৫টি টি২০ ম্যাচও খেলেছেন প্রিয়ঙ্কা। দেশের হয়ে ২০০৯ সালে মেয়েদের বিশ্বকাপেও নজর কেড়েছিলেন তিনি। জায়গা করে নিয়েছিলেন আইসিসি-র সেরা দলেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy