মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির পর মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন। ধোনির রাঁচির বাড়িতে গিয়ে তাঁর হাতে আমন্ত্রণ পত্র তুলে দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং বিজেপি নেতারা।
সোমবার দুপুরে ধোনির বাড়িতে যান আরএসএসের সহ-প্রদেশ সচিব ধনঞ্জয় সিংহ, ঝাড়খণ্ড বিজেপির সাধারণ সম্পাদক কর্মবীর সিংহ-সহ কয়েক জন নেতা। তাঁরা ধোনিকে রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। ধোনিও আমন্ত্রণ গ্রহণ করেছেন।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ছ’হাজারের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে। ধোনির আগে আরও দুই ক্রিকেটার সচিন এবং কোহলিকে আমন্ত্রণ জানিয়েছে ট্রাস্ট।
দুবাইয়ে ইংরেজি নববর্ষ পালন করে কয়েক দিন আগে দেশে ফিরেছেন ধোনি। রাঁচিতে ফিরে আগামী আইপিএলের প্রস্তুতি শুরু করেছেন চেন্নাই সুপার কিং অধিনায়ক। গত আইপিএলে হাঁটুর চোট নিয়ে খেলেছিলেন ধোনি। তাঁর নেতৃত্বে দল চ্যাম্পিয়নও হয়। এ বার চোট সমস্যা নেই ধোনির। অস্ত্রোপচারের পর মাঠে নামার জন্য তৈরি তিনি। আপাতত ফিটনেস ট্রেনিং করছেন ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy