চালকহীন বিমানে বসানো হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। ‘এয়ার ইন্ডিয়া’র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। সমাজমাধ্যমে সংস্থার বিরুদ্ধে লিখেছেন ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সমাজমাধ্যমে লিখেছেন, “চালকহীন একটি বিমানে আমাদের উঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে ঘণ্টার পর ঘণ্টা বসেছিলাম। বিমানচালক না থাকা সত্ত্বেও কেন আমাদের সেই বিমানে তোলা হল?” ওয়ার্নারকে উত্তরও দিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তাঁরা বলেন, “বেঙ্গালুরুর আবহাওয়ার কারণে কিছু বিমান দেরিতে ছেড়েছে। সব বিমানসংস্থাকেই এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। যে বিমানচালক আপনার বিমানের দায়িত্বে ছিলেন, তাঁর বিমান দেরিতে নেমেছে। সেই কারণেই আপনার বিমান ছাড়তে দেরি হয়েছে। ধৈর্য ধরার জন্য ধন্যবাদ।”
আরও পড়ুন:
এ বারের আইপিএলে দল পাননি ওয়ার্নার। অবিক্রিত রয়ে গিয়েছিলেন নিলামে। তবে ভারতে ‘রবিনহুড’ নামে একটি তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি। ইংল্যান্ডের ক্রিকেট লিগ ‘দ্য হান্ড্রেড’এ তাঁকে নিয়েছে লন্ডন স্পিরিট। তাদের হয়ে খেলবেন ওয়ার্নার। দল পেয়েছেন পাকিস্তান সুপার লিগেও। সেখানে তাঁকে নিয়েছে করাচি কিংস। প্রথম বার পিএসএল খেলবেন ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার হয়ে শেষ বার ওয়ার্নার খেলেছিলেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। তার আগে জানুয়ারি মাসে পাকিস্তানের বিরুদ্ধে সিডনিতে টেস্ট খেলে অবসর নিয়েছিলেন লাল বলের খেলা থেকে। অবসর নিয়েছেন এক দিনের ক্রিকেট থেকেও। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়ে অবসর নিয়েছেন তিনি।