দুবাইয়ে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান। বল করতে হবে রোহিত শর্মাদের। এই নিয়ে টানা ১২টি এক দিনের ম্যাচে টস হারল ভারত। টসের পর দু’দলি প্রথম একাদশ জানিয়ে দিয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে খেলা ১১ জনকেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামিয়েছেন গৌতম গম্ভীর। তবে নিউ জ়িল্যান্ডের কাছে হারার পর প্রথম একাদশে পরিবর্তন করেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে একটিই পরিবর্তন করেছে পাক শিবির। প্রথম ম্যাচে চোট পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া ফখর জ়ামানের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন ইমাম উল হক।
আরও পড়ুন:
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, অক্ষর পটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।
পাকিস্তানের প্রথম একাদশ: ইমাম উল হক, বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), সাউদ সাকিল, সলমন আঘা, তায়য়াব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।