ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টো। লর্ডসে তাঁর আউট হওয়ার ধরন নিয়ে বিতর্ক হয়েছে। —ফাইল চিত্র
লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে বিতর্কিত আউট হয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টো। ক্রিজ ছেড়ে বেরিয়ে নিজের উইকেট ছুড়ে দিয়ে এসেছিলেন তিনি। সেই একই ঘটনা এ বার দেখা গেল ইংল্যান্ডের একটি ঘরোয়া লিগে। এ ক্ষেত্রেও ক্রিজ থেকে বেরিয়ে আর ফিরতে পারলেন না ব্যাটার। ফিল্ডার ও উইকেটরক্ষকের যুগলবন্দিতে সাজঘরে ফিরতে হল তাঁকে।
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ইয়র্কশায়ার প্রিমিয়ার লিগের একটি ম্যাচে। খেলা চলছিল সেসায় ক্রিকেট ক্লাব ও ইয়র্ক ক্রিকেট ক্লাবের মধ্যে। সেসায়ের ব্যাটার, যাঁর নাম ‘হল’ সিঙ্গল নিয়ে অর্ধশতরান পূর্ণ করেন। তার পরেই নন-স্ট্রাইকার রোসিয়ার ক্রিজ থেকে বেরিয়ে তাঁকে শুভেচ্ছা জানাতে যান। সেই সময় বল কভার অঞ্চলে এক ফিল্ডারের হাতে বল ছিল। তিনি সঙ্গে সঙ্গে উইকেটরক্ষকের দিকে বল ছোড়েন। রোসিয়ার ক্রিজে ফেরার আগেই উইকেটরক্ষক তাঁকে রান আউট করে দেন।
Spirit of cricket?
— David Coverdale (@dpcoverdale) July 8, 2023
A week after the row at Lord’s, another dead ball controversy in the Yorkshire Premier League North today, as a player is run out on his way to congratulating his team-mate’s 50… pic.twitter.com/Ixij4K4Krz
ক্রিকেটের নিয়মে এই আউট বৈধ। কারণ, একটি বলের পরে যত ক্ষণ না সেই বল উইকেটরক্ষক বা বোলারের হাতে ফিরে যাচ্ছে, তত ক্ষণ তাকে ডেড বল বলা হয় না। অর্থাৎ, তত ক্ষণ বল খেলার মধ্যেই থাকে। তাই সেই সময়ের মধ্যে ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে তাঁকে আউট করা যেতেই পারে।
লর্ডসে দ্বিতীয় ইনিংসে একই রকম ভাবে আউট হন বেয়ারস্টো। ক্যামেরন গ্রিনের বাউন্সার ছেড়ে দেন তিনি। বল যায় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের হাতে। ক্যারে বল ধরে সঙ্গে সঙ্গে উইকেটের দিকে ছোড়েন। তত ক্ষণে ক্রিজ ছেড়ে কিছুটা বেরিয়ে গিয়েছেন বেয়ারস্টো। বল গিয়ে উইকেটে লাগে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা আবেদন করলে আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। এই ঘটনা নিয়ে বিতর্ক এখনও থামেনি। অস্ট্রেলিয়া শিবির দাবি করেছে, ক্রিকেটের নিয়মের মধ্যে থেকেই তাঁরা আউট করেছেন। অন্য দিকে ইংল্যান্ডের অভিযোগ, ক্রিকেটের আদর্শ মানেনি প্রতিপক্ষ। তার মধ্যেই একই ধরনের আউট দেখা গেল ইংল্যান্ডে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy