বেন স্টোকস। —ফাইল চিত্র।
প্রথম টেস্টে ইনিংস এবং ১১৪ রানে জয়ের পর দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়কে ২৪১ রানে হারিয়েছে ইংল্যান্ড। পর পর দু’টেস্টে জয়ের সুফল পেলেন বেন স্টোকসেরা। টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায় এক লাফে তিন ধাপ এগোলেন তাঁরা।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। সিরিজ় শুরুর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সব শেষ নবম স্থানে ছিল ইংল্যান্ড। ক্রেগ ব্রেথওয়েটদের বিরুদ্ধে সিরিজ় জয় নিশ্চিত করে ইংল্যান্ড উঠে এসেছে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে। স্টোকসদের পয়েন্ট শতাংশ ৩১.২৫। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ় নেমে গিয়েছে সকলের নিচে। ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট শতাংশ ২২.২২। এই দু’দেশের মাঝে রয়েছে দক্ষিণ আফ্রিকা (পয়েন্ট শতাংশ ২৫) এবং বাংলাদেশ (পয়েন্ট শতাংশ ২৫)।
তালিকায় শীর্ষে রয়েছে ভারত। রোহিত শর্মাদের পয়েন্ট শতাংশ ৬৮.৫২। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬২.৫০। তৃতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। তাদের পয়েন্ট শতাংশ ৫০। চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কারও পয়েন্ট শতাংশ ৫০। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। বাবর আজ়মদের পয়েন্ট শতাংশ ৩৬.৬৬।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy