ইংল্যান্ডের দল তৈরি হয়েছে রোহিত শর্মার থেকে অনুপ্রাণিত হয়ে। এমনটাই জানিয়েছেন জস বাটলার। ইংরেজ অধিনায়ক জানিয়েছেন, রোহিতের চিন্তাভাবনা থেকে অনুপ্রেরণা নিয়েছে দল। ভারত অধিনায়ককে কৃতিত্ব দিলেন বাটলার।
ভারত এবং অস্ট্রেলিয়ার এক দিনের দলে আক্রমণাত্মক ওপেনার রয়েছেন। ভারতের যেমন রোহিত রয়েছেন, তেমনই অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড। বাটলার জানিয়েছেন, তাঁদের মতো চিন্তাভাবনা রয়েছে ইংল্যান্ডেরও। তিনি বলেন, “২০২৩ সালের বিশ্বকাপ যদি দেখি, তা হলে দেখা যাবে যে দুটো দল ফাইনালে উঠেছিল, তারা আগ্রাসী ক্রিকেট খেলেছিল। ট্রেভিস যে ভাবে ফাইনালে খেলেছিল, তাতে ও সাফল্য পেয়েছিল। রোহিতকে কৃতিত্ব দিতে হবে। ও নিজে অধিনায়ক হয়ে আগ্রাসী ক্রিকেট খেলছে। যা ভারতকে অনেকটা এগিয়ে দিয়েছে। আমরাও সেটাই করতে চাইছি।”
আরও পড়ুন:
শুধু ব্যাটিং নয়, সব দিক থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে চাইছেন বাটলার। তিনি বলেন, “আমরা বিপক্ষের উপর চাপ তৈরি করতে চাই। উইকেট নিতে হবে। আমাদের উইকেট নেওয়ার পরিস্থিতি তৈরি করতে হবে। যদি কাউকে রান করতে দেওয়া না হয়, তা হলে সে বড় শট খেলার চেষ্টা করবে। আমাদের সেই সুযোগ কাজে লাগাতে হবে। পরিস্থিতি বুঝে আমরা আগ্রাসী হব। প্রয়োজন হলে আগ্রাসন দেখাব, না হলে দেখাব না।”
এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে যদিও খুব একটা নিশ্চিত নন বাটলার। তিনি বলেন, “এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমি নিশ্চিত নই। ৫০ ওভারের ক্রিকেট খেলতে আমি ভালবাসি। আমার অন্যতম সেরা ফরম্যাট মনে হয় এটাকে। কিন্তু এখনকার সময়ে এক দিনের ক্রিকেট খেলা খুবই ধকলের। টি-টোয়েন্টি ক্রিকেট এবং বিভিন্ন লিগের দাপটের কারণেই এই অনিশ্চয়তা। তবে এখনও যদি কাউকে জিজ্ঞেস করা হয়, সে এক দিনের বিশ্বকাপ জয়কেই বড় করে দেখবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে। আগামী দিনে সেটা হবে কি না জানি না। তবে সেরা খেলোয়াড়দের যদি একে অপরের বিরুদ্ধে খেলানো যায় তা হলে সেই খেলা দেখতে যে কেউ উৎসাহ পাবে।”