ঠান্ডা মাথার জন্য ক্রিকেট মাঠে তিনি বিখ্যাত। কিন্তু পছন্দসই খাবার না পেলে সেই মহেন্দ্র সিংহ ধোনিও বিরক্ত হন। এতটাই যে হোটেল বদলে ফেলতেও দ্বিধা করেন না। এমনই একটি তথ্য প্রকাশ্যে এনেছেন তাঁর প্রাক্তন সতীর্থ ডোয়েন স্মিথ। তাঁর সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হয়েছে।
সঞ্চালক স্মিথকে প্রশ্ন করেছিলেন, তিনি কখনও ধোনিকে রাগতে দেখেছেন কি না। উত্তরে দু’টি ঘটনা তুলে ধরেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার। প্রথমটি ক্রিকেটীয়। দ্বিতীয় খাবার সংক্রান্ত।
স্মিথ বলেন, “একটা ম্যাচে অশ্বিন একটা ক্যাচ ফেলে দিয়েছিল। খুব সহজ ক্যাচ ছিল সেটা। ধোনি ওকে স্লিপ থেকে সরিয়ে মাঠের অন্যত্র ফিল্ডিং করতে পাঠিয়ে দিয়েছিল। সেই প্রথম বার ওকে রেগে যেতে দেখেছিলাম।”
আরও পড়ুন:
দ্বিতীয় ঘটনাটির বর্ণনা দিয়ে স্মিথ বলেছেন, “আর এক বার দেখেছিলাম, হোটেলে থাকাকালীন ধোনি একটা খাবার অর্ডার করেছিল। কিন্তু সেই ডেলিভারি বয়কে হোটেলে ঢুকতে দেওয়া হয়নি। ধোনি রেগে গিয়ে সঙ্গে সঙ্গে হোটেল বদলে ফেলেছিল। হোটেলের নামটা আমার মনে পড়ছে না। বা মনে পড়লেও এখানে বলতে পারব না। কিন্তু ধোনিকে সোজা হোটেল ছেড়ে চলে যেতে দেখেছিলাম সে দিন।”
উল্লেখ্য, রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ার পর এখন চেন্নাইয়ের নেতৃত্ব দিচ্ছেন ধোনি। প্রথম ম্যাচে কলকাতার কাছে হারার পর লখনউয়ের বিরুদ্ধে চেন্নাইকে জিতিয়েছে ধোনির ব্যাটই।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ