হলুদ জার্সিতে যখন তাঁরা খেলেন, তখন দু’জনের একটাই লক্ষ্য থাকে। দেশকে জেতানো। দেশের হয়ে একসঙ্গে অনেক ট্রফি জিতেছেন তাঁরা। কিন্তু সেই তাঁরাই যখন আইপিএলে দু’টি আলাদা দলের হয়ে খেলেন, তখন তাঁরা পরস্পরকে এক ইঞ্চি জমিও ছাড়তে চান না। চলে লড়াই। সেই লড়াইয়ে অবশ্য ট্রেভিস হেডকে টেক্কা দিয়েছেন মিচেল স্টার্ক। দেশের সতীর্থকে ছ’বার আউট করেছেন তিনি। আর সেই কারণেই হেডকে খোঁচা মেরেছেন স্টার্ক।
রবিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। হায়দরাবাদের হেড প্রথম ওভার থেকেই স্টার্কের বিরুদ্ধে সমস্যায় পড়েছেন। হাত খুলে খেলতে পারেননি। শেষে পঞ্চম ওভারে স্টার্কের বলেই আউট হয়েছেন হেড। অফ স্টাম্পের বাইরে বাউন্সার করেছিলেন স্টার্ক। সেটি খেলতে গিয়ে ব্যাটে-বলে হয়নি হেডের। বল গিয়ে তাঁর দস্তানায় লাগে। উইকেটের পিছনে লোকেশ রাহুল ক্যাচ ধরেন। ১২ বলে ২২ রান করে আউট হন হেড। তবে তাঁর রানের সিংহভাগ এসেছে দিল্লির অন্য বোলারদের বলে।
ইনিংসের বিরতিতে স্টার্ক খোঁচা মারেন হেডকে। তিনি বলেন, “ও আমার বল খেলতে সমস্যায় পড়ে। সেই কারণেই হয়তো আমার বল খেলতে চায় না। আমি তো আসলে ১৫ বছরে খুব বেশি টি-টোয়েন্টি খেলিনি। তাই এখনও আমার বল অনেকে বুঝতে পারে না।” আইপিএলে গত বার থেকেই বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে হেডকে। প্রতিপক্ষ বোলিংকে নিয়ে ছেলেখেলা করছেন তিনি। সেই হেডকে চুপ করিয়ে রেখে খোঁচা মেরেছেন স্টার্ক।
আরও পড়ুন:
হায়দরাবাদের বিরুদ্ধে ৩.৫ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তাঁর প্রথম পাঁচ উইকেট। এ বার প্রথম দুই ম্যাচে ৮ উইকেট নিয়েছেন স্টার্ক। বেগনি টুপির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। আগামী দিনেও এই ফর্ম ধরে রাখতে চান অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
গত বার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল জিতেছেন স্টার্ক। ১৪টি ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন তিনি। শুরুতে ভাল বল করতে না পারলেও সময় যত এগিয়েছে তত ভাল খেলেছেন তিনি। বিশেষ করে প্রথম কোয়ালিফায়ার ও ফাইনালে। দু’টি ম্যাচেই হেডকে শুরুতে আউট করে হায়দরাবাদকে বড় ধাক্কা দিয়েছিলেন স্টার্ক। এ বারও দিল্লির হয়ে সেই একই কাজ করছেন স্টার্ক। তবে মরসুমের শুরু থেকে।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২২:৩৯
জ্যোতিষী ধোনি! মাহির পরামর্শে গ্রহের প্রতিকার করেন অক্ষর, সাফল্যের কৃতিত্ব দিলেন মাহিকেই -
১৯:২৭
কোহলির সুগন্ধ ‘চুরি’ করা চিকারার নজর এ বার বিরাটের ঘড়ির দিকে! দু’তিনটি ঘড়ি চাই বেঙ্গালুরুর ব্যাটারের -
১৯:২৪
সূর্যকুমার ৯, পন্থ ৮, আইপিএলের ৯ ক্রিকেটারকে নম্বর দিলেন ক্রিস গেল, কে কত পেলেন? -
১৮:১২
আইপিএলে সেরা ১০ ‘আনক্যাপড’ ক্রিকেটারকে বাছল আনন্দবাজার ডট কম, তালিকায় ধোনিও! -
১৭:৫৭
রাহানেদের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না শাহরুখের, ব্র্যাভোর সঙ্গে নাচ বেঙ্কটেশ, রিঙ্কুর