আশুতোষ শর্মাকে ৩ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। সোমবার তিনি বুঝিয়ে দিলেন কেন তাঁর মতো অনভিজ্ঞ একজন ক্রিকেটারকে নেওয়ার জন্য এত টাকা খরচ করেছিল দল। ৩১ বলে ৬৬ রান করে ম্যাচ জেতানোর পর আশুতোষ জানালেন যে, তিনি ঠিক করে রেখেছিলেন ছক্কা মেরেই ম্যাচ জেতাবেন।
এক উইকেটে ম্যাচ জেতে দিল্লি। গত আইপিএলে পঞ্জাব কিংসে ছিলেন আশুতোষ। এ বারের নিলামে তাঁকে কিনে নেয় দিল্লি। সোমবার ম্যাচ জিতিয়ে তিনি বলেন, “খুব শান্ত ছিলাম আমি। ঠিক করে রেখেছিলাম যে, ও (মোহিত শর্মা) যদি সিঙ্গল নেয়, তা হলে আমি ছক্কা মেরেই শেষ করব। সেই আত্মবিশ্বাস আমার ছিল। খেলাটা উপভোগ করছিলাম। আমার পরিশ্রম দাম পেল।”
২৬ বছরের আশুতোষের জন্ম মধ্যপ্রদেশে। এখন ঘরোয়া ক্রিকেট খেলেন রেলওয়েজ়ের হয়ে। মধ্যপ্রদেশের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে সিনিয়র দলের হয়ে খেলেছেন। আশুতোষ বলেন, “আমি নিজের ক্ষমতার উপর ভরসা রেখেছিলাম। খুব বেশি কিছু করার চেষ্টা করিনি। শেষ পর্যন্ত খেলাটা নিয়ে যেতে চাইছিলাম। শেষের দিকে দ্রুত রান তুলে ম্যাচ জেতানোর পরিকল্পনা ছিল। সেই কারণেই ২০তম ওভার অবধি খেলা নিয়ে যেতে চেয়েছিলাম।”
আরও পড়ুন:
আশুতোষ সোমবার ৩১টি বল খেলেছিলেন। এর মধ্যে প্রথম ২০টি বলে তিনি করেছিলেন ২০ রান। পরের ১১ বলে করেছিলেন ৪৬ রান। ম্যাচের পরিস্থিতি বুঝে রানের গতি বাড়িয়েছিলেন আশুতোষ। গত বারের আইপিএলেও একাধিক ম্যাচে পঞ্জাবের হয়ে এমন ইনিংস খেলতে দেখা গিয়েছিল আশুতোষকে। তিনি বলেন, “গত মরসুমের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি। এই বছর সেগুলো প্রয়োগ করব। একই ভুল আমি দু’বার করতে চাই না। ঘরোয়া ক্রিকেটে যা শিখেছি, সেটাই এখানে করার চেষ্টা করছি।”
ম্যাচ শেষে দিল্লি ক্যাপিটালসের মেন্টর কেভিন পিটারসেন (কেপি) পিঠ চাপড়ে দেন আশুতোষের। ভারতীয় ব্যাটার বলেন, “কেপির মতো কিংবদন্তিকে সাজঘরে পাওয়া দারুণ ব্যাপার। আমি সব সময় ওর সঙ্গে ব্যাটিং নিয়ে কথা বলার চেষ্টা করি। জেতার পর বলছিল যে, আমরা ম্যাচটা কত সহজে জিতেছি।”
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ