পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে আবার জয় পেল তারা। চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স জানালেন, দলে ধোনির দায়িত্ব শুধু নেতৃত্ব দেওয়া নয়। সেই সঙ্গে চেন্নাই কী ভাবে ক্রিকেট খেলবে, সেটাও ঠিক করে দেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। তাঁর নেতৃত্বে পাঁচ বার ট্রফি জিতেছে তারা। ২০২৩ সালে ধোনির নেতৃত্বে শেষ বার ট্রফি জিতেছিল চেন্নাই। এ বারের আইপিএলে সাতটি ম্যাচের মধ্যে ইতিমধ্যেই পাঁচটিতে হেরেছে তারা। সোমবার লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দেয় চেন্নাই। তার পরেই সাইমন্স বলেন, “ধোনির প্রভাব দলে সব সময় রয়েছে। সে ও অধিনায়ক থাকুক বা না থাকুক। রুতুরাজ (গায়কোয়াড়), (স্টিফেন) ফ্লেমিংয়ের সঙ্গে ওর যা সম্পর্ক সেটা খুব গুরুত্বপূর্ণ। অন্য ক্রিকেটারেরাও ধোনিকে মেনে চলে। কী ভাবে খেলতে হবে সেটা হয়তো ও শেখায় না, কিন্তু মাঠে দলের যে শান্ত ভাবটা থাকে, সেটা ধোনির কারণেই। ও এটাই শেখায়। খেলা বুঝতে শেখায়। দলের মধ্যে শান্ত ভাব আনে। লখনউ ম্যাচে সেটাই দেখা গেল।”

আরও পড়ুন:
প্রতিযোগিতার মাঝে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রুতুরাজ। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন ধোনি। প্রতিযোগিতার মাঝপথে হঠাৎ করে অধিনায়ক হলেও তাঁর অসুবিধা হবে না বলেই মনে করছেন বোলিং কোচ। সাইমন্স বলেন, “ধোনি অধিনায়ক হোক বা না হোক, দলে ও একই রকম থাকে। দলে ওর প্রভাব একই রকম। চেন্নাইয়ের অন্যতম স্তম্ভ ধোনি। রুতুরাজের না থাকাটা দুর্ভাগ্যের। ও আমাদের অধিনায়ক। কিন্তু ধোনিও তাই। রুতুরাজের হাত থেকে ধোনির হাতে দায়িত্ব যাওয়ায় দলে খুব বড় কোনও পরিবর্তন হয়নি।”
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ধোনি ১১ বলে ২৬ রান করেন। শেষ পর্যন্ত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। যদিও লিগ তালিকায় কোনও বদল হয়নি। চেন্নাই এখনও সবার নীচেই রয়েছে।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১৯:৫২
ধোনির পরামর্শ মেনে সফল রিঙ্কু, কেকেআর ৩০০ রান তুলবে, স্বপ্ন দেখছেন ১৩ কোটির ব্যাটার -
সরাসরি
১৯:০২
শ্রেয়সের পঞ্জাবের ভয়ডরহীন ব্যাটিং, বোলারদের ব্যর্থতায় ইডেনে চাপে রাহানের কেকেআর -
১৮:১৮
ধোনিদের ব্যর্থতার নাকি একটিই কারণ! কিসের কথা বললেন চেন্নাই কোচ ফ্লেমিং? -
১২:১৫
কলকাতার বিরুদ্ধে নামার আগেই পঞ্জাব দলে নতুন স্পিনার, ইডেনে শ্রেয়সদের শক্তি বাড়ল? -
১১:১৮
আইপিএলের প্লে-অফের দৌড়ে এখনও ১০টি দলই, কাদের সামনে কী অঙ্ক, কী করলে প্রথম চারে কলকাতা?