চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে তৃতীয় ইনিংস শুরু করার পর প্রথম ম্যাচ জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনি। লখনউয়ের মাঠে ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে ব্যাট হাতে ফিনিশারের ভূমিকা পালন করেছেন ধোনি। ম্যাচের আগে ও শেষে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে তাঁকে। মাঠে রোবট কুকুরের সঙ্গে খেলেছেন ধোনি। ম্যাচ শেষে তিনি সেই কুকুরটিকে নিয়ে যান সাজঘরে।
এ বারের আইপিএলে দেখা যাচ্ছে এই রোবট কুকুর প্রযুক্তি। রোবট কুকুরগুলির পিঠে লাগানো থাকে ক্যামেরা। কখনও মাঠের মধ্যে, কখনও বাউন্ডারির ধারে ঘুরে বেড়ায় সেই রোবট কুকুরগুলি। চেন্নাই-লখনউ ম্যাচের আগে যখন দু’দলের ক্রিকেটারেরা অনুশীলন করছিলেন তখন একটি রোবট কুকুর মাঠে ঘুরছিল। তখনই ধোনির নজর সে দিকে যায়।
মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ধোনি। হঠাৎ, রোবট কুকুরটিকে সামনে দেখেন তিনি। মুখ দিয়ে শিস্ দেওয়ার ভঙ্গিতে কুকুরটিকে ডাকেন ধোনি। তার পর ধরে মাঠে শুইয়ে দেন। রোবট কুকুর হাঁটাচলা করতে পারলেও শুইয়ে দিলে ওঠার ক্ষমতা তার নেই। ফলে কুকুরটি ওই ভাবেই শুয়ে থাকে। ধোনির এই কাণ্ড দেখে বাকি সতীর্থেরা হেসে ওঠেন।
আরও পড়ুন:
অপরাজিত থেকে দলকে জেতানোর পর যখন মাঠে ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে গল্পে মেতেছেন সেই সময় আবার ধোনিকে দেখা যায় রোবট কুকুরটির সঙ্গে। এ বার কুকুরটির সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাকে কোল করে সাজঘরের দিকে হাঁটা দেন ধোনি। ভাবখানা এমন, নিজের পোষা কুকুর নিয়ে বাড়িতে যাচ্ছেন তিনি।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ধোনির কুকুর-প্রীতির কথা প্রায় সকলেরই জানা। তাঁর রাঁচীর বাড়িতে অনেকগুলি পোষ্য রয়েছে। তার মধ্যে লিলি ও গব্বর নামের দু’টি হাস্কি, স্যাম নামের এক বেলজিয়ান মালিনোইস ও জ়োয়া নামের একটি ডাচ শেফার্ড রয়েছে। পাশাপাশি একটি গোল্ডেন রিট্রিভারও রয়েছে ধোনির। তাদের সঙ্গে অনেকটা সময় কাটান তিনি। নিজের বাড়ির বাগানে কুকুরদের সঙ্গে খেলেন। আইপিএলের আগে ধোনি ও তাঁর কন্যা জিভার পোষ্যদের লোম আঁচড়ে দেওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। আইপিএলের মঞ্চেও ধোনির কুকুর-প্রীতি দেখা গেল। হোক না রোবট কুকুর। তাতে কী? তার সঙ্গেই খেললেন চেন্নাইয়ের অধিনায়ক।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১৬:২০
আইপিএলের মাঝে দুই অধিনায়কের দুই ভাবনা! শুভমনের মাথায় ইংল্যান্ড সফর, ধোনির সামনে অন্য চ্যালেঞ্জ -
১৩:২০
প্লে-অফে ওঠা চার দলের লক্ষ্য এক লাফে ফাইনালে ওঠা, প্রথম দুইয়ে থাকতে কাদের কী করতে হবে? -
১১:২২
ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রবিবার আইপিএলের কলকাতা-হায়দরাবাদ ম্যাচ ঘিরে উদ্বেগ -
১০:২৯
রবিবার আইপিএলের শেষ ম্যাচে নামছে চেন্নাই, ধোনির ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে দল কর্তৃপক্ষও! -
২৩:২২
উপেক্ষিত শ্রেয়সকে হারালেন ভারতের টেস্ট দলে সুযোগ পাওয়া করুণ, সঙ্গত রিজভির, পঞ্জাবকে হারাল দিল্লি