Cricketer Deepak Chahar ties the knot to girlfriend Jaya Bhardwaj at Agra dgtl
Deepak Chahar
Deepak Chahar: আইপিএলে প্রস্তাব, অবশেষে বিয়ে দীপক চাহারের, দেখুন ছবি
প্রেমের শহর, নিজের শহর আগরায় বিয়েটা সেরেই ফেললেন দীপক চাহার। দীর্ঘ দিনের প্রেমিকা জয়া ভরদ্বাজের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন তরুণ অলরাউন্ডার।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৪:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
আগরা। এই শহরেই রয়েছে তাজমহল। বিশ্ব যাকে চেনে প্রেমের স্মৃতিসৌধ হিসেবে। আগরাকে বিশ্ববিখ্যাত করেছে শাহজাহানের তৈরি এই স্থাপত্যই।
০২১৫
আগরাতেই জন্ম বেড়ে ওঠা দীপক চাহারের। ভারতীয় ক্রিকেটে এখন অন্যতম আলোচিত নাম। ক্রিকেটের আবহে দীপককে নিয়ে যতটা আলোচনা, তিনি ততটাই চর্চায় প্রেমের জন্য।
০৩১৫
চোটের কারণে এ বার চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে পারেননি দীপক। কিন্তু আইপিএলই তাঁর প্রেমের সাক্ষী। গত বছর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের পর দীপক বিয়ের প্রস্তাব দেন প্রেমিকা জয়া ভরদ্বাজকে।
০৪১৫
দীপক-জয়ার সম্পর্ক কয়েক বছরের। বিগ বস খ্যাত মডেল সিদ্ধার্থ ভরদ্বাজের বোন জয়া। দীপকের দিদি মালতী চাহার বলিউড অভিনেত্রী। সেই অর্থে তাঁদের সম্পর্কের পরিণতি ক্রিকেট-বলিউডের আরও এক গাঁটছড়া।
০৫১৫
বান্ধবী, প্রেমিকা জয়াকে বিয়ে করলেন দীপক। কিছু দিন আগেই তাঁরা ঠিক করেন বিয়ে করবেন ১ জুন। সেই মতোই বুধবার আগরার এক হোটেলে এক হল চার হাত।
০৬১৫
বিয়ের দিন সকালে রীতি মেনে হয় গায়ে হলুদের অনুষ্ঠান। ভাই রাহুল চাহার এবং বন্ধুরা হলুদ জলে স্নান করিয়ে দেন দীপককে। সেই অনুষ্ঠানের ভিডিয়োও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
০৭১৫
দীপক-জয়ার মেহেন্দি অনুষ্ঠানের জন্যও ছিল বিশেষ পোশাক। জয়া পরেন কালো-নীল রঙের বাঁধনি প্রিন্টের শাড়ির সঙ্গে নানা রঙের সুতোর কাজ করা ব্লাউজ। দীপক পরেছিলেন সুতোর কাজ করা লাল রঙের পটীয়ালা স্যুট।
০৮১৫
দীপক-জয়ার বিয়ের জন্যও বিশেষ ভাবে তৈরি করা হয়েছে পোশাক। বিখ্যাত পোশাক শিল্পী মণীশ মলহোত্র তাঁদের বিয়ের পোশাক তৈরি করেছেন।
০৯১৫
রোজগোল্ড রঙের লেহঙ্গা-চোলি পরেছিলেন জয়া। সেজেছিলেন কুন্দনের গয়নায়। দীপকের পরনে ছিল দুধ সাদা শেরওয়ানি স্যুট এবং আইভরি রঙের পাগড়ি।
১০১৫
বিয়ের ছবি নেটমাধ্যমে দিয়েছেন দীপক। সেই সঙ্গে স্ত্রী জয়ার উদ্দেশে দিয়েছেন বার্তাও। যাতে রয়েছে আজীবন একসঙ্গে চলার অঙ্গীকার। খুশি এবং সুখী রাখার প্রতিশ্রুতি।
১১১৫
তুতো দাদার বিয়ের ছবি নেটমাধ্যমে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের স্পিনার রাহুলও। আইপিএলের আগেই বান্ধবী ঈশানীকে বিয়ে করেন এই লেগ স্পিনার।
১২১৫
দীপকের বিয়ে উপলক্ষ্যে আগরার হোটেলে ছিল রাজকীয় আয়োজন। বিশেষ ভাবনায় সাজানো হয়েছিল বিয়ের জায়গা থেকে অতিথিদের বসার জায়গা বা খাবার জায়গা।
১৩১৫
দু’পক্ষের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন বুধবারের বিয়ের অনুষ্ঠানে। খুব বেশি অতিথি আমন্ত্রিত ছিলেন না।
১৪১৫
জয়া দিল্লির মেয়ে। সেখানেই আয়োজন করা হয়েছে প্রীতি ভোজের। আমন্ত্রিত অন্তত ৬০ জন ক্রিকেটার। সব মিলিয়ে আমন্ত্রিতের সংখ্যা হাজারের বেশি।
১৫১৫
আমন্ত্রিত ক্রিকেটারদের মধ্যে অনেকেই ভারতীয় দলের পরিচিত মুখ। চেন্নাই এবং রাজস্থানের কয়েকজন ক্রিকেটারও আছেন তালিকায়। থাকবেন বলিউডের কয়েকজন খ্যাতনামীও।