Advertisement
১৭ সেপ্টেম্বর ২০২৪
R G Kar Hospital Incident

নির্যাতিতাকে পুরস্কার উৎসর্গ অনুষ্টুপের

শনিবার কালীঘাট ক্লাবে সই করতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও দুই ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং ঋদ্ধিমান সাহা। তাঁদের সামনেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন অনুষ্টুপ।

ত্রয়ী: কালীঘাট ক্লাবে অনুষ্টুপ, মনোজ এবং ঋদ্ধিমান। 

ত্রয়ী: কালীঘাট ক্লাবে অনুষ্টুপ, মনোজ এবং ঋদ্ধিমান।  ছবি:সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৫
Share: Save:

আর জি কর হাসপাতালে নির্যাতিতাকে সিএবি-র বর্ষসেরা পুরস্কার উৎসর্গ করছেন ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার।

শনিবার কালীঘাট ক্লাবে সই করতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও দুই ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং ঋদ্ধিমান সাহা। তাঁদের সামনেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন অনুষ্টুপ। তিনি বলেছেন, ‘‘বর্ষসেরা পুরস্কার উৎসর্গ করতে চাই নির্যাতিতাকে। এই ঘটনার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’’

পরে অনুষ্টুপ বলেন, ‘‘বর্ষসেরা পুরস্কার পাওয়া সত্যিই আনন্দের। কিন্তু ট্রফি জেতার আনন্দ অন্য রকম। গত বছর রঞ্জি গ্রুপ পর্বেই আমাদের যাত্রা শেষ হয়ে যায়। কিন্তু এ বার দল অনেক শক্তিশালী।
ঋদ্ধিমান ফিরেছে। মহম্মদ শামিও কয়েকটা ম্যাচ খেলবে। ওরা থাকলে দল ভাল খেলবেই।’’

পশ্চিমবঙ্গের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বলেন, ‘‘সিবিআই-র দিকে তাকিয়ে আছি। দোষীরা শাস্তি পাক, সেটাই চাই। ইতিমধ্যে বিধানসভায় ধর্ষণবিরোধী বিল এসেছে। আর জি করে যা ঘটেছে, তা সবদিক থেকে ন্যক্কারজনক। অন্য সকলের মতো আমিও চাই দোষীদের চরমতম শাস্তি হোক।’’

কিন্তু মনোজ বর্তমানে ভিশন প্রকল্পের কোচ। তিনি সিএবির প্রথম ডিভিশনে খেললে স্বার্থ সঙ্ঘাতের প্রশ্ন উঠবে না তো? মনোজ বলেন, ‘‘আমি বিনা পারিশ্রমিকে খেলছি। তরুণদের ক্রিকেট শেখানোর জন্যই এই মরসুমে খেলার সিদ্ধান্ত নিয়েছি। স্বার্থ সঙ্ঘাতের প্রশ্ন আসার কথা না।’’

ঋদ্ধিমান আগেই সমাজমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। এই মুহূর্তে তাঁর মূল লক্ষ্য কালীঘাট ক্লাবকে সাফল্য দেওয়া। বলেন, ‘‘অনুষ্টুপ, মনোজের সঙ্গে খেলব। আশা করি, কালীঘাট ক্লাব ভাল খেলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

R G Kar Hospital Anustup Majumdar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE