শাকিবদের ম্যাচে গন্ডগোল ফাইল ছবি
খেলা চলছে বাংলাদেশের। সেই দলের উল্লেখ করতে গিয়ে হঠাৎই ধারাভাষ্যকার বলে ফেললেন পাকিস্তানের নাম! অদ্ভুত এই ঘটনা ঘটেছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে। ১৬ জুন, অর্থাৎ বাংলাদেশের প্রথম ইনিংস চলার মাঝে এই ঘটনা ঘটলেও সম্প্রতি সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। সাত উইকেট হারিয়ে তখন তাদের স্কোর ৮১। ২৮তম ওভারে জেডেন সিলসের বলে আউট হয়ে ফেরেন মুস্তাফিজুর রহমান। এমন সময় ধারাভাষ্যকার বলেন, ‘পাকিস্তানের’ স্কোর আট উইকেটে ৮১। দর্শকরা টিভিতে শুনে তাজ্জব হয়ে যান। অনেকেই জানতে চান, কে এই ধারাভাষ্যকার? এ রকম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচে তিনি এই ভুল করেন কী করে?
Haha who's this commentator 😆😆 living in pre 1971 Era 😆😆
— Sheraz Akhter (@Sherazakhter08) June 16, 2022
Pakistan 81-8 😆😆😆#BanvsWI pic.twitter.com/2Gt1TCNSVI
জানা গিয়েছে, ওই ধারাভাষ্যকার হলেন স্টেসি অ্যান কিং। তিনি ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার। শুধু দলের নাম নয়, মুস্তাফিজুরের নামও ঠিক করে উচ্চারণ করতে পারেননি। আরও বেশ কিছু ক্রিকেটারের নাম উচ্চারণ করতে ভুল করেন তিনি। সেই ধারাভাষ্যের মিম ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
প্রথম টেস্টে হারের মুখে বাংলাদেশ। রবিবার চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের জিততে মাত্র ৩৫ রান দরকার। হাতে রয়েছে সাত উইকেট।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy