রাহানেকে হঠাৎ ফিরিয়ে আনা হল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। —ফাইল চিত্র
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে ফিরলেন অজিঙ্ক রাহানে। তিনি শেষ টেস্ট খেলেছিলেন গত জানুয়ারি মাসে। তার পর ছেঁটে ফেলা হয়েছিল তাঁকে। সেই রাহানেকে হঠাৎ ফিরিয়ে আনা হল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। বাদ পড়লেন সূর্যকুমার যাদবরা।
এই বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট খেলেছিল ভারত। ঘরের মাঠে সেই টেস্টগুলিতে ১৭ জনের দল ঘোষণা করেছিল বিসিসিআই। সেই দলে থাকা শ্রেয়স আয়ারের চোট রয়েছে। সেই কারণে তাঁকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে রাখা হয়নি। সেই জায়গায় ফিরলেন রাহানে। বাদ পড়লেন সূর্যকুমার এবং ঈশান কিশন।
সূর্যকুমার একটি টেস্ট খেলেছেন এখনও পর্যন্ত। টি-টোয়েন্টিতে আইসিসি-র ক্রমতালিকায় এক নম্বরে থাকা সূর্যকুমার অভিষেক টেস্টে করেন ৮ রান। তার পরে আর সুযোগ পাননি তিনি। বাদ পড়লেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দল থেকেও। সূর্য একটি ম্যাচ খেলার সুযোগ পেলেও তরুণ উইকেটরক্ষক ঈশান সেটাও পাননি। কোনও ম্যাচ না খেলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল থেকে বার পড়লেন ঈশান। যদিও ১৭ জনের দল ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঘোষণা করা হয়েছে ১৫ জনের দল।
🚨 NEWS 🚨#TeamIndia squad for ICC World Test Championship 2023 Final announced.
— BCCI (@BCCI) April 25, 2023
Details 🔽 #WTC23 https://t.co/sz7F5ByfiU pic.twitter.com/KIcH530rOL
বাদ পড়েছেন কুলদীপ যাদবও। বাঁহাতি স্পিনারকে ওভালের পিচে নিয়ে যাওয়া হবে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেল। এই তিন স্পিনারই ব্যাট করতে পারেন। সেই কারণেই কুলদীপের জায়গা হল না ১৫ জনের দলে। সুযোগ পেলেন শার্দূল ঠাকুর। তিনি পেসার অলরাউন্ডার। পেস সহায়ক পিচে শার্দূলকে কাজে লাগতে পারে ভারতের। তিনি যেমন ব্যাটিং গভীরতা বাড়াবেন, তেমনই বল হাতে বাড়তি সুবিধা দিতে পারেন দলকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy