—ফাইল চিত্র
বদলে গেল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সূচি। ২১ জুলাই বোর্ডের তরফে যে দিন ঘোষণা করা হয়েছিল তা পাল্টে গেল বুধবার। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের সূচিতে বদল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২০ সেপ্টেম্বর মোহালিতে প্রথম ম্যাচ হবে। ২৩ সেপ্টেম্বর নাগপুর ও ২৫ সেপ্টেম্বর হায়দরাবাদে হবে বাকি দুই ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং এক দিনের ম্যাচ হবে। সেই সূচিতেই বদল করল বোর্ড।
Take a look at #TeamIndia's home series fixture against Australia. 👍#INDvAUS pic.twitter.com/zwNuDtF32R
— BCCI (@BCCI) August 3, 2022
Check out the #INDvSA home series schedule. 👌#TeamIndia | @BCCI | @OfficialCSA pic.twitter.com/jo8zC4hjDq
— BCCI (@BCCI) August 3, 2022
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২৮ সেপ্টেম্বর তিরুবন্তপুরমে হবে সেই ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২ অক্টোবর। গুয়াহাটিতে খেলবে তারা। এই ম্যাচ হওয়ার কথা ছিল ১ অক্টোবর। সিরিজের শেষ ম্যাচ ৪ অক্টোবর। ইনদওরে হবে সেই ম্যাচ। এই ম্যাচ হওয়ার কথা ছিল ৩ অক্টোবর। এক দিনের সিরিজ শুরু ৬ অক্টোবর থেকে শুরু। সেই ম্যাচ হবে লখনউতে। রাঁচিতে হবে দ্বিতীয় ম্যাচ। ৯ অক্টোবর সেই ম্যাচ হবে। শেষ ম্যাচ দিল্লিতে। ১১ অক্টোবর হবে সেই ম্যাচ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy