Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
India Cricket

সেরা বোলারকেই বাইরে রেখে নামছে রোহিতরা, জিতবে কী করে? প্রশ্ন বিশ্বকাপজয়ী পেসারের

চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে এক দিনের সিরিজ় খুইয়েছে ভারত। তার পরেই রোহিত শর্মাদের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। কী বলেছেন তিনি?

Picture of Rohit Sharma

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় হেরেছে ভারত। রোহিত শর্মার অধিনায়কত্বের উপর চাপ বাড়ছে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১৬:২৯
Share: Save:

আইপিএলে ভাল খেলায় ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এক দিনের দলেও ছিলেন। কিন্তু একটি ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পাননি উমরান মালিক। তাঁকে বাইরে রেখে নামার খেসারত রোহিত শর্মাদের দিতে হয়েছে, এমনটাই মনে করছেন ব্রেট লি। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসারের মতে, এখন উমরানই ভারতের সেরা বোলার। তাঁকে প্রতি ম্যাচে খেলানো উচিত রোহিতদের।

চেন্নাইয়ে রোহিতদের হারের পরে সংবাদমাধ্যমে লি বলেছেন, ‘‘উমরান দুর্দান্ত বোলার। আমার মতে, ও এখন ভারতের সেরা বোলার। ওর প্রতিভা আছে। সেটা কাজে লাগানো উচিত রোহিতদের। ওর দিকে নজর দিলে উমরান ভারতের হয়ে দীর্ঘ দিন ভাল বল করবে। ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই উমরান খুব গুরুত্বপূর্ণ।’’

লি মনে করেন, উমরান যত খেলবেন তত তাঁর আত্মবিশ্বাস বাড়বে। সামনেই বিশ্বকাপ। সেখানে ভারতের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন জম্মু-কাশ্মীরের এই পেসার। লি বলেছেন, ‘‘উমরানকে যত বেশি বল করার সুযোগ দেওয়া হবে তত বেশি ছন্দ পাবে। এক ম্যাচ খেলিয়ে ওকে বসিয়ে দিলে হবে না। ওর দিকে বিশেষ নজর দিতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে, রোহিতরা ওকে ঠিক ভাবে ব্যবহার করছে না। বিশ্বকাপে যেন সেই ভুল না করে ভারত।’’

উমরানের গতি রয়েছে। বিশ্বের যে কোনও পিচে, যে কোনও ব্যাটার গতির সামনে সমস্যায় পড়েন, এমনটাই মনে করেন লি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উমরানকে খেলালে অস্ট্রেলিয়াও এত সহজে বড় রান করতে পারত না। লি বলেছেন, ‘‘আমার দলে আমি প্রথমেই উমরানকে নেব। তার একমাত্র কারণ ওর গতি। যত বেশি ও বল করবে তত ওর নিয়ন্ত্রণ বাড়বে। তা হলে আরও ভয়ঙ্কর বোলার হয়ে উঠবে উমরান। সেটা রোহিতদের মাথায় রাখা উচিত।’’

উমরানকে নিয়ে এর আগেও সওয়াল করেছিলেন লি। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার উমরানকে আরও বেশি ম্যাচে খেলানোর দাবি জানিয়েছিলেন। সেই একই দাবি আরও এক বার তুললেন তিনি।

অন্য বিষয়গুলি:

India Cricket Rohit Sharma Brett Lee Umran Malik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy