আইপিএল নিয়ে মাতামাতি মেনে নিতে পারছেন না সুনীল গাওস্কর। তাঁর মতে, আইপিএলের খারাপ প্রভাব দেশের খেলায় পড়ছে। —ফাইল চিত্র
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মাদের এক দিনের সিরিজ় হারের দায় কি আইপিএলের? কিছুটা হলেও ক্রোড়পতি লিগকে নিশানা করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। তাঁর মতে, আইপিএল এলেই ভারতীয় ক্রিকেটাররা সব কিছু ভুলে মেতে ওঠেন। তার খারাপ প্রভাব পড়ে দেশের হয়ে খেলার সময়।
সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে ভারতের হার নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আইপিএলের প্রসঙ্গ টেনে আনেন গাওস্কর। তিনি বলেছেন, ‘‘কয়েক দিন পরেই আইপিএল শুরু হচ্ছে। কিন্তু এখন থেকেই যেন সবাই সেই উৎসবে ঢুকে পড়েছে। এটা ভাল হচ্ছে না।’’ রোহিতদের সতর্কও করেছেন গাওস্কর। বলেছেন, ‘‘আইপিএলের সময় যেন এই হারের কথা রোহিতরা ভুলে না যায়। কারণ, আইপিএল মানেই বিনোদন। রোহিতদের মনে রাখতে হবে এই বছর দেশের মাটিতে বিশ্বকাপ। তার উপর যেন আইপিএলের প্রভাব না পড়ে। বিশ্বকাপে হয়তো আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে পারে আমাদের। তখন ম্যাচ হারলে হবে না।’’
চাপের মুখে শট নির্বাচনে ভুল করে ভারত হেরেছে বলে মনে করেন গাওস্কর। ভাল ফিল্ডিং করলে খেলার ছবি যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে সেটা দেখিয়েছে অস্ট্রেলিয়া। দেশের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার ফিল্ডারদের জন্য ভারত চাপে পড়ে গিয়েছিল। সহজে সিঙ্গল, ডাবল আসছিল না। তাই বাধ্য হয়ে বড় শট খেলতে গিয়ে বিরাট, রাহুলরা উইকেট দিয়ে এল।’’
চেন্নাইয়ে বড় জুটি গড়তে ব্যর্থ ভারত। সেই কারণেই রোহিতদের হারতে হয়েছে বলে জানিয়েছেন গাওস্কর। তাঁর কথায়, ‘‘২৭০ রান তাড়া করতে হলে একটা ৯০ বা ১০০ রানের জুটি লাগে। কিন্তু সেটা হল কোথায়? রোহিত-রাহুল বা পরে হার্দিক-জাডেজা চেষ্টা করেছিল বটে, কিন্তু সফল হয়নি। বিশ্বকাপের সময় কিন্তু জুটি গড়তে হবে রোহিতদের। এ ভাবে উইকেট পড়তে থাকলে ম্যাচ জিততে পারবে না ওরা।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy