—প্রতীকী চিত্র।
ক্রিকেটে ব্যাটাররা অনেক সময় আউট হয়ে যান সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য। সঙ্গী ব্যাটারকে কোনও ক্রিকেটারই ইচ্ছাকৃত ভাবে আউট করে দেন না। অথচ প্রতিপক্ষ বোলারকে ক্যাচ ধরতে সাহায্য করে সঙ্গী ব্যাটারকে আউট করে দিলেন এক ইংরেজ ব্যাটার!
ইংল্যান্ডে চলছে কাউন্টি ক্রিকেটের টি-টোয়েন্টি প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় ঘটেছে এই ঘটনা। এ ক্ষেত্রে নন স্ট্রাইকিং এন্ডে থাকা ব্যাটার অবশ্য সঙ্গীকে ইচ্ছাকৃত ভাবে আউট করেননি। খেলা হচ্ছিল নটিংহ্যামশায়ার আউটলস এবং লেস্টারশায়ার ফক্সের মধ্যে। বল করছিলেন নটিংহ্যামশায়ারের অধিনায়ক স্টিভন মুলানলি। ব্যাট করছিলেন লেস্টারশায়ারের অধিনায়ক কলিন আকরম্যান। মুলানলির বলে স্ট্রেট ড্রাইভ মারার চেষ্টা করেন আকরম্যান। কিন্তু ঠিক সময় বলের সঙ্গে তাঁর ব্যাটের সংযোগ হয়নি। ক্যাচ চলে যায় মুলানলির কাছে। তিনি চেষ্টা করলেও ক্যাচ ধরতে পারেননি। বল তাঁর হাত থেকে ফস্কে গিয়ে লাগে নন স্ট্রাইকার প্রান্তের ব্যাটার উইয়ান মুলডারের গায়ে। তাঁর গায়ে লেগে বল আবার ফিরে আসে মুলানলির কাছে। দ্বিতীয় বার সুযোগ পেয়ে আর ভুল করেননি। একাধিক প্রচেষ্টায় বলটিতকে তালুবন্দি করেন তিনি। ফলে ক্যাচ আউট হয়ে যান আকরম্যান।
তাঁর আউটের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এ ভাবে আউট হয়ে প্রথমে বিশ্বাস করতে না পারলেও পরে হেসে ফেলেন লেস্টারশায়ার অধিনায়ক। উইকেটের অন্য প্রান্তে প্রথমে অনেকটা অপরাধীর মুখ করে থাকা মুলডারও হেসে ফেলেন অধিনায়ককে হাসতে দেখে। অদ্ভুত এই আউট নিয়ে নানা মজা করছেন ক্রিকেটপ্রেমীরাও।
Have you ever seen anything like that?!
— Vitality Blast (@VitalityBlast) June 20, 2023
Steven Mullaney uses the non-striker to help take his catch 🤯#Blast23 pic.twitter.com/5YVFs9n41u
এই ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছেন পাকিস্তানের জোরে বোলার শাহিন শাহ আফ্রিদি। তিনি ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। তাঁর দল ম্যাচ জিতেছে ২২ রানে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy