গত আইপিএলে কে এল রাহুলের নেতৃত্বে ব্যর্থ হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এ বার রাহুলকে আর দলে রাখেনি লখনউ। পরিবর্তে নিলাম থেকে ২৭ কোটি টাকা দিয়ে কেনা হয় ঋষভ পন্থকে। যে ঋষভ এ বার দলকে নেতৃত্ব দেবেন।
সোমবার এক অনুষ্ঠানে অধিনায়ক ঋষভ পন্থ-সহ দলের ক্রিকেটারদের হাতে ম্যাচ জার্সি তুলে দেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েন্কা। তার আগে দলের পক্ষে সমাজমাধ্যমে দেওয়া এক ভিডিয়োয় দেখা যায়, ক্রিকেটারদের উদ্দেশে ‘পেপ টক’ দিচ্ছেন নতুন অধিনায়ক ঋষভ।
ফ্র্যাঞ্চাইজ়ির তরফে দেওয়া এক ভিডিয়োয় ঋষভ বলছেন, “আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাই, যেখানে প্রত্যেকে নিজেদের স্বাধীন ভাবে মেলে ধরতে পারবে। বলা যতটা সহজ, করে দেখানো ততটাই কঠিন। কারণ এই কাজের জন্য দলের প্রত্যেক ক্রিকেটারের থেকে সমান প্রচেষ্টা চাই। শুধুমাত্র ম্যানেজমেন্ট নয়, প্রত্যেক ক্রিকেটারের সাহায্য ছাড়া এই পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়।”
ডেভিড মিলার, এডেন মার্করাম, নিকোলাস পুরানদের মতো সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতাও যথেষ্ট কাজে আসবে বলে মনে করছেন বাঁ-হাতি উইকেটকিপার-ব্যাটসম্যান। গত মরসুমে প্লে-অফে যোগ্যতা অর্জন করতে পারেনি লখনউ। তাই এ বারে ট্রফি তুলতে দলে বদল করেছে তারা। ভরসা রেখেছে ঋষভ পন্থের উপরে।
সেই ভিডিয়োয় ঋষভ আরও বলেন, “শুধু ক্রিকেটাররা নয়, দল পরিচালন সমিতিরও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। পুরান, মার্করাম, মিলারদের মতো সিনিয়ররা রয়েছে। তরুণদের সঙ্গে আমাদের সমস্ত রকম অভিজ্ঞতা ভাগ করে নিতে হবে। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে মাঠে নেমে নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। দলের স্বার্থের কথা ভেবে কাজ করতে হবে। পরের বার সুযোগ পাব কি পাব না, তা নিয়ে ভাবা চলবে না।”
লখনউ এ বার দলে নিয়েছে ডেভিড মিলার, এডেন মার্করাম, মিচেল মার্শদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। লখনউয়ের প্রথম ম্যাচ ২৪ মার্চ, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। পুরনো দলের বিরুদ্ধে পন্থের অভিষেক দেখার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)