ভারতের টেস্ট দল। — ফাইল চিত্র।
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি মাসের শেষে সীমিত ওভারের সিরিজ় খেলতে যাবে ভারত। সেই সিরিজ় থেকেই শুরু হচ্ছে গৌতম গম্ভীর জমানা। তার পরে লাল বলের ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে ভারত। পরের কয়েক মাসে খেলতে হবে ১০টি টেস্ট। জাতীয় দলের ক্রিকেটারদের উদ্দেশে তাই কড়া নির্দেশিকা দিতে চলেছে বোর্ড। তারকা ক্রিকেটারদের দলীপ ট্রফিতে খেলতে বলা হয়েছে।
শ্রীলঙ্কা সিরিজ়ের পর ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ় খেলবে। এর পর অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ় খেলতে যাবে। ক্রিকেটারেরা যাতে লাল বলে অনুশীলনের মধ্যে থাকেন, তার জন্য ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ দেওয়া হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরা বাদে টেস্ট দলে যাঁরা নিয়মিত, তাঁদের সবাইকেই দলীপ ট্রফিতে খেলতে হবে। ৫ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দলীপ ট্রফি চলবে। ছ’টি অঞ্চল একে অপরের বিরুদ্ধে খেলবে।
দলীপ ট্রফির দল নির্বাচন করবে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। সেখানে রোহিত, কোহলি, বুমরা বাদে বাকি সবাইকেই নেওয়ার কথা। অর্থাৎ যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজাদের দীর্ঘ দিন পরে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy