(বাঁদিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।
আইপিএলের পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএল ফাইনাল ২৬ মে। বিশ্বকাপে ভারতের প্রথম খেলা ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। অর্থাৎ আইপিএলের পরই আমেরিকায় চলে যেতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। বিশ্বকাপ খেলতে ভারতীয় দলের যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, দু’দফায় আমেরিকায় পাঠানো হবে ভারতীয় দলের সদস্যদের। বিশ্বকাপের দলে থাকা যে ক্রিকেটারেরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন না, তাঁরা ২৪ মে বিশ্বকাপ খেলতে যাবেন। প্রথম দফাতেই আমেরিকায় চলে যাবেন কোচ রাহুল দ্রাবিড়-সহ অন্য কোচিং স্টাফেরা। যাঁরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন তাঁরা আমেরিকার বিমানে উঠবেন ২৬ মে আইপিএল ফাইনালের পরে।
প্রতিযোগিতার কয়েক দিন আগে আমেরিকায় পৌঁছাবে ভারতীয় দল। স্বভাবতই প্রশ্ন উঠছে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। যদিও চিন্তিত নন বিসিসিআই সচিব। এ ব্যাপারে জয় বলেছেন, ‘‘মনে করুন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা ব্যাট করছে। তাদের বিরুদ্ধে বল করছে যশপ্রীত বুমরা। এর থেকে ভাল অনুশীলন আর কী হতে পারে।’’ জয়ের আশা, আগামী বিশ্বকাপে রোহিত শর্মার দল ভাল পারফরম্যান্স করবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy