(বাঁ দিকে) সরফরাজ় খান। পৃথ্বী শ (ডান দিকে)। —ফাইল চিত্র।
চলতি মাসেই আইপিএলের বড় নিলাম। দিন ঘোষণা হয়ে গিয়েছে। ভাগ্যপরীক্ষা হবে ১৫৭৪ জন ক্রিকেটারের। ক্রিকেটারদের সর্বাধিক ‘বেস প্রাইস’ (সর্বনিম্ন মূল্য) ২ কোটি টাকা। সর্বনিম্ন ২০ লক্ষ। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সরফরাজ় খান ও পৃথ্বী শ’য়ের দাম কমেছে।
সরফরাজ় এখন ভারতের টেস্ট দলে নিয়মিত খেলেন। কিন্তু চলতি বছর ইংল্যান্ড সিরিজ়ের আগে ছবিটা এ রকম ছিল না। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করার পরেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না সরফরাজ়। ফলে ‘বিদ্রোহী’ হয়ে ওঠেন তিনি। সরাসরি বোর্ডের বিরুদ্ধে মুখ খোলেন। লাল বলের ক্রিকেটে সুযোগ পেলেও ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে এখনও অভিষেক হয়নি সরফরাজ়ের। নিলামে তাঁর সর্বনিম্ন মূল্য ৭৫ লক্ষ টাকা।
একই টাকা সর্বনিম্ন মূল্য পৃথ্বী শ’য়েরও। মাত্র ১৮ বছর বয়সে ভারতীয় দলে অভিষেক হয়েছিল তাঁর। তিন ফরম্যাটই খেলেছেন। কিন্তু ২০২১ সালের পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি। পৃথ্বী অনেক ক্ষেত্রে বোর্ডের নির্দেশ মানেননি। তাঁকে ওজন কমাতে বলা হয়েছিল। ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়েছিল। সেগুলি তিনি করেননি। ব্যক্তিগত জীবনেও উচ্ছৃঙ্খলতার অভিযোগ উঠেছে পৃথ্বীর বিরুদ্ধে। বার বার বিতর্কে জড়িয়েছেন। সেই কারণেই দাম কমেছে পৃথ্বীর।
এই দু’জনের দাম কমার আরও একটি কারণ রয়েছে। সরফরাজ় আইপিএলে তেমন ভাবে সুযোগ পাননি। তাঁকে টি-টোয়েন্টির ক্রিকেটার হিসাবে দেখে না কোনও দল। পৃথ্বী দিল্লির হয়ে গত মরসুম পর্যন্ত খেললেও এখন আর তেমন ভাল ফর্মে নেই। দিল্লি তাঁকে ছেড়ে দিয়েছে। এ বারের নিলামে তাঁর দল পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। সেই কারণেই আইপিএলের বড় নামের তালিকায় তাঁদের রাখা হয়নি।
অথচ আর এক ‘অবাধ্য’ ক্রিকেটার ঈশান কিশনের সর্বনিম্ন মূল্য ২ কোটি টাকা। তিনিও বোর্ডের নির্দেশ না মেনে দল থেকে বাদ পড়েছিলেন। তার পরে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। আইপিএল খেলেছেন। আবার বোর্ডের নজরে পড়েছেন তিনি। এখন অস্ট্রেলিয়ায় ভারত ‘এ’ দলের হয়ে খেলছেন ঈশান। প্রথমে ‘অবাধ্য’ হলেও পরে বোর্ডের নির্দেশ মানার ফলেই ঈশানের দাম বেড়েছে।
সরফরাজ়ের প্রায় সমসাময়িক মুকেশ কুমারের সর্বনিম্ন মূল্যও ২ কোটি টাকা। বাংলার বোলার মুকেশ ভারতের হয়ে তিন ফরম্যাটই খেলে ফেলেছেন। প্রায় প্রত্যেক সিরিজ়েই সুযোগ পান। সেই কারণেই মুকেশের দাম বেড়েছে।
মোট ১৫৭৪ জনের সর্বনিম্ন মূল্য কত তার তালিকা বোর্ড এখনও প্রকাশ করেনি। তবে কয়েক জনের দাম জানা গিয়েছে। ২ কোটি সর্বনিম্ন মূল্য যে ভারতীয় ক্রিকেটারদের রয়েছে তাঁরা হলেন— ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, মহম্মদ শামি, আরশদীপ সিংহ, খলিল আহমেদ, বেঙ্কটেশ আয়ার, মুকেশ কুমার, আবেশ খান, দীপক চাহার, ঈশান কিশন, ভুবনেশ্বর কুমার, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, দেবদত্ত পড়িক্কল, ক্রুণাল পাণ্ড্য, হর্ষল পটেল, প্রসিদ্ধ কৃষ্ণ, টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর ও উমেশ যাদব। বিদেশিদের মধ্যে মিচেল স্টার্ক, নেথান লায়ন ও জোফ্রা আর্চারের সর্বনিম্ন মূল্যও ২ কোটি টাকা। প্রথম বার নিলামে নাম লেখানো ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy