Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Bangladesh Cricket

১ বলে ১০ রান, দুই ব্যাটারের নামের পাশেই শূন্য! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এ ভাবেই ইনিংস শুরু বাংলাদেশের

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ১০ রান পেয়ে গেল বাংলাদেশ। অথচ বাংলাদেশের কোনও ব্যাটারই তখনও রান করতে পারেননি।

picture of Bangladesh Cricket team

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: এএফপি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৮:৩৩
Share: Save:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ মাঠে নেমেই পেয়ে গেল ১০ রান। বাংলাদেশের কোনও ব্যাটার অবশ্য এই রান করেননি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ভুলের জন্য এই রান পান নাজমুল হোসেন শান্তরা।

দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করার পর ব্যাট করতে নামে বাংলাদেশ। কাগিসো রাবাডার প্রথম বলে ব্যাট ছোঁয়াতে পারেননি বাংলাদেশের ওপেনার শদমান ইসলাম। তবে এই বলে পেনাল্টি হিসাবে ৫ রান পায় বাংলাদেশ। দ্বিতীয় বলটি আবার বাঁহাতি শদমানের পায়ের পিছন দিয়ে চলে যায়। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ডান দিকে ঝাঁপিয়েও বল ধরতে পারেননি। বাউন্ডারি হয়ে যায়। একই সঙ্গে দ্বিতীয় বলটি ‘নো’ করেন রাবাদা। ফলে আরও ৫ রান যোগ হয় স্কোর বোর্ডে। ফলে বাংলাদেশের ব্যাটারদের রান ছাড়াই ১০ রান পেয়ে যান শান্তরা। এক বলে ১০ রান হয়ে যায়।

ম্যাচের দ্বিতীয় দিনের শেষে অবশ্য স্বস্তিতে নেই বাংলাদেশ। শান্তদের রান ৪ উইকেটে ৩৮। এডেন মার্করামদের থেকে ৫৩৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দুই ওপেনার শদমান (শূন্য) এবং মাহমুদুল হাসান জয় (১০) আউট হয়ে যান। রান পাননি তিন নম্বরে নামা জাকির হাসানও (২)। ব্যর্থ পাঁচ নম্বরে ব্যাট করতে নামা হাসান মাহমুদও (৩)। দিনের শেষে ২২ গজে অপরাজিত আছেন চার নম্বরে নামা মোমিনুল হক (৬) এবং ছ’নম্বরে নামা অধিনায়ক শান্ত (৪)।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE