স্টিভ স্মিথের পর মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দল বিদায় নেওয়ার পর আরও এক ক্রিকেটার এক দিনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন। অস্ট্রেলিয়ার স্মিথ বুধবার অবসর ঘোষণা করেছেন। একই দিনে একই সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের মুশফিকুরও।
বাংলাদেশ এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচ জিততে পারেনি। বুধবার দলের উইকেটরক্ষক মুশফিকুর এক বিবৃতিতে জানিয়েছেন, “আজ এক দিনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করছি। বিশ্ব ক্রিকেটে আমাদের সাফল্য হয়তো সীমিত। কিন্তু একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি, যখনই দেশের হয়ে খেলতে নেমেছি, ১০০ শতাংশের বেশি সততা এবং অধ্যবসায় নিয়ে খেলেছি।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভারতের কাছে প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরেছে। নিউ জিল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে ৫ উইকেটে। মুশফিকুর তাঁর বিবৃতিতে বলেন, “গত কয়েক সপ্তাহ আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। আমার মনে হয়েছে এটাই আমার ভবিতব্য। আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ। ওঁদের জন্যই গত ১৯ বছর ধরে খেলছি।”কোরান থেকে উদ্ধৃতিও তুলে ধরেন তিনি।
দেশের হয়ে ২৭৪টি এক দিনের ম্যাচ খেলেছেন মুশফিকুর। রান করেছেন ৭৭৯৫। গড় ৩৬.৪২। মোট ন’টি শতরান, ৪৯টি অর্ধশতরান করেছেন। ক্যাচ নিয়েছেন ২৪৩টি, স্টাম্প ৫৬টি।
- এ বার অংশ নিয়েছে আয়োজক পাকিস্তান এবং ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড।
- চ্যাম্পিয়ন্স ট্রফি এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা। ‘মিনি বিশ্বকাপ’ নামে পরিচিত। সেরা আটটি দল খেলে আইসিসির এই প্রতিযোগিতায়।
-
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণ নিয়ে বিতর্ক বাড়ছে, আমন্ত্রণ না পেয়ে কড়া পদক্ষেপ পাক বোর্ডের
-
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরদিনই অবসর নিয়ে মন্তব্য জাডেজার, চার শব্দে দিলেন উত্তর
-
রোহিতের হাতে ট্রফি ওঠার পরই দলছুট শামি! রবি রাতে মঞ্চ থেকে কেন নেমে যান বাংলার বোলার
-
এক অধিনায়কের অভিনন্দন বার্তা আর এক নেতাকে, রোহিতকে কী লিখলেন সূর্যকুমার?
-
কেন ডাকা হল না পুরস্কারমঞ্চে? আইসিসি-র কাছে জানতে চাইবে ক্ষুব্ধ পাকিস্তান