বাবরের শট এ বার স্কুলের বইয়ে। ফাইল ছবি
বাইশ গজে দুর্দান্ত সব কভার ড্রাইভ খেলে দর্শকদের মনোরঞ্জন করতে জুড়ি নেই বাবর আজমের। অনেকেই সেই শট অনুকরণ করার চেষ্টা করেন। পড়াশোনা নিয়ে যাঁদের কারবার, বাবরের সেই শট তাঁদের নজরও এড়ায়নি। সে কারণেই পাকিস্তানের বিজ্ঞান পাঠ্যবইয়ে জায়গা করে নিল বাবরের কভার ড্রাইভ। অভাবনীয় সিদ্ধান্ত পাকিস্তানের সরকারের। গতিশক্তি বোঝাতে বাবরের কভার ড্রাইভের উদাহরণ দেওয়া হয়েছে। বইয়ের সেই অংশ টুইটে পোস্ট করেছেন পাকিস্তানের এক সাংবাদিক।
পাকিস্তানের প্রাদেশিক শিক্ষা বিভাগ তাদের বইয়ে বাবরের কভার ড্রাইভের উদাহরণ দিয়েছে। পাঠ্যবইয়ের ৬.২ নং উদাহরণে বলা হয়েছে, ‘বাবর একটি কভার ড্রাইভ মারলেন যেখানে বলের গতিশক্তি ১৫০ জুল। তা হলে, ক) যদি বলের ভর ১২০ গ্রাম থাকে তা হলে কত গতিতে সেটি বাউন্ডারিতে পৌঁছবে? খ) একই গতিতে ৪৫০ গ্রাম ওজনের ফুটবল মারতে হলে ফুটবলারকে কতটা গতিশক্তি কাজে লাগাতে হবে?’
Guess how much Pakistani Nation love cricket. I'm not Good in physics but I'm damn sure that this equation is 100% Perfect Nothing better than babar azam cover drive> poetry 🤍
— Shaun Tait-🦘 (@shaun_tait32) September 13, 2022
Babar Azam's cover drive related question in 9th grade physics syllabus in PAK (via Reddit)#BaberAzam pic.twitter.com/pZvrAWGHiI
তবে এই উদাহরণ নিয়ে রসিকতাও কম হচ্ছে না। ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, পাকিস্তানের শিক্ষা দপ্তর কম ওজনের ক্রিকেট বল ব্যবহার করেছে। যে বলে খেলা হয়, তার ওজন আইন অনুযায়ী ১৫৫.৯ গ্রাম থেকে ১৬৩ গ্রামের মধ্যে হওয়ার কথা। মহিলাদের ক্ষেত্রে সেটি ১৪০ থেকে ১৫১ গ্রাম হতে হবে। তবে বইয়ে ১২০ গ্রাম লেখা রয়েছে।
উল্লেখ্য, বাবর না বিরাট কোহলী, কার কভার ড্রাইভ বেশি ভাল, তা নিয়ে মাঝেমাঝেই তর্ক বাঁধে বিশেষজ্ঞ থেকে ক্রিকেট সমর্থকদের মধ্যে। কিছু দিন আগেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন বলেন, “ভারতীয় সমর্থকদের জন্য দুঃখিত। আমার কাছে বাবরের কভার ড্রাইভই বেশি লাগে। কোহলীকেই প্রায় পছন্দ করে ফেলেছিলাম। কিন্তু বাবর কিছু জিনিস আলাদা করে বলে ওকে এগিয়ে রাখছি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy