বাবর তাঁর দলে ভারতীয়দেরই বেশি রেখেছেন। বাবরের দলে ছয় জন ভারতীয়, পাঁচ জন পাকিস্তানি।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১২:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
একটি কঠিন কাজ করে ফেললেন বাবর আজম। ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সেরা একাদশ গড়ে ফেললেন তিনি।
০২১৪
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান রানার্স হয়েছে। তারা সব ম্যাচ জিতে শেষ চারে উঠেছিল। ভারত সেমিফাইনালে উঠতে পারেনি। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল বিরাট কোহলীদের।
০৩১৪
কিন্তু তা সত্ত্বেও বাবর তাঁর দলে ভারতীয়দেরই বেশি রেখেছেন। বাবরের দলে ছয় জন ভারতীয়, পাঁচ জন পাকিস্তানি।
০৪১৪
এই দলে ওপেনার হিসেবে বাবর নিজেকে রেখেছেন।
০৫১৪
ওপেনিংয়ে জুটি হিসেবে বাবরের পছন্দ রোহিত শর্মাকে।
০৬১৪
বাবরের দলে তিন নম্বরে নামবেন বিরাট কোহলী।
০৭১৪
চার নম্বরে বাবর রেখেছেন একজন অলরাউন্ডারকে। এই জায়গায় তাঁর পছন্দ পাকিস্তানের অভিজ্ঞ শোয়েব মালিক।
০৮১৪
উইকেটরক্ষক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকে বাছতে সমস্যা হয়নি বাবরের। তাঁর দলের মহম্মদ রিজওয়ান এই বছর এবং বিশ্বকাপে স্বপ্নের ফর্মে থাকলেও সর্বকালের সেরা দলে ধোনিকেই রেখেছেন বাবর।
০৯১৪
শোয়েব মালিকের পর বাবরের দলে দ্বিতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য।
১০১৪
বাবরের দলে রয়েছেন দুই স্পিনার। বাঁহাতি স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব।
১১১৪
দ্বিতীয় স্পিনার হিসেবে এই দলে থাকছেন লেগ স্পিনার শাদাব খান।
১২১৪
বাবরের দলের তিন জোরে বোলারের মধ্যে ভারত থেকে রয়েছেন শুধু যশপ্রীত বুমরা।
১৩১৪
এই দলের বাঁহাতি জোরে বোলার মহম্মদ আমির।
১৪১৪
নতুন বলে আমিরের সঙ্গী বাছতে বিশেষ বেগ পেতে হয়নি বাবরকে। তিনি দলে নিয়েছেন শাহিন আফ্রিদিকে।