আইপিএল শুরু হতে বাকি আর ১১ দিন। বাকি নয় দল অধিনায়ক বেছে নিলেও এখনও অধিনায়ক বাছতে পারেনি দিল্লি। কে অধিনায়ক হবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, লোকেশ রাহুল অধিনায়কের দায়িত্ব নিতে নারাজ। ফলে অক্ষর পটেলকে দলের পরবর্তী অধিনায়ক ভাবা হচ্ছে।
একটি সূত্র জানিয়েছে, রাহুলকে প্রথমে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এর আগে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু রাহুল দায়িত্ব নিতে চাইছেন না। তিনি শুধু ক্রিকেটার হিসাবে খেলতে চাইছেন। বাড়তি দায়িত্ব নিতে চাইছেন না।
এই পরিস্থিতিতে অক্ষরের দিকে তাকাচ্ছে দল। গত বছর মন্থর বোলিং করায় দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ এক ম্যাচ নির্বাসিত ছিলেন। সেই ম্যাচে অক্ষর নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৯ সাল থেকে দিল্লি দলে রয়েছেন অক্ষর। এ বারের নিলামের আগে তাঁকে ১৮ কোটি টাকায় ধরে রেখেছে দল। আইপিএলে ১৫০ ম্যাচ খেলেছেন অক্ষর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছিল অক্ষরকে। জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার অভিজ্ঞ অক্ষরের উপরেই ভরসা করতে চাইছে দিল্লি। তবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। বুধবার থেকে অনুশীলন শুরু করবে দিল্লি। সেখানে যোগ দেবেন দেশীয় ও বিদেশি ক্রিকেটারেরা।
আরও পড়ুন:
আইপিএলের মেগা নিলামে ১৪ কোটি টাকায় রাহুলকে কিনেছিল দিল্লি। পন্থকে ছেড়ে রাহুলকে নেওয়ার পর মনে হয়েছিল তিনিই নতুন অধিনায়ক হবেন। লখনউয়ের হয়ে তিনটি মরসুমে অধিনায়কত্ব করেছেন রাহুল। দু’বার প্লে-অফে তুললেও শেষ বার ব্যর্থ হন রাহুল। তাঁর সঙ্গে মাঠেই বিবাদ হয় দলের মালিক সঞ্জীব গোয়েন্কার। এ বার হয়তো সেই কারণেই আর নেতৃত্বের বোঝা নিতে চাইছেন না তিনি।
আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচে রাহুলকে না-ও পেতে পারে দিল্লি। সেই সময় তাঁর স্ত্রী আথিয়া শেট্টি প্রথম সন্তানের জন্ম দিতে পারেন। পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। তিনি নাকি দলকে সে কথা জানিয়েও দিয়েছেন। ফলে শুরুতে এক, দু’টি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তার পর থেকে খেলবেন রাহুল।