অবশেষে সব সমালোচনার জবাব দিলেন বরুণ চক্রবর্তী। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে তাঁর। তিনটি ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। যত বারই অধিনায়ক রোহিত শর্মা তাঁর উপর ভরসা দেখিয়েছেন, সেই ভরসার দাম দিয়েছেন বরুণ। চ্যাম্পিয়ন হয়ে সমালোচনার জবাব দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার।
সমাজমাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে কয়েকটি ছবি দিয়েছেন বরুণ। দুবাইয়ের হোটেলেই তোলা হয়েছে ছবিগুলি। সেখানেই একটি ছবিতে দেখা যাচ্ছে, এক হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি ও অন্য হাতে চায়ের কাপ ধরে রয়েছেন বরুণ। ক্যাপশনে ভারতীয় স্পিনার লেখেন, “এই কাপের স্বাদ পেতে অনেকটা পথ হাঁটতে হয়েছে।” বোঝাই যাচ্ছে, চ্যাম্পিয়ন হওয়ার পরেও সেই লড়াইয়ের কথা মনে পড়ে যাচ্ছে তাঁর।
আরও পড়ুন:
চার বছর আগে এই দুবাইয়েই কেরিয়ার শুরু হয়েছিল বরুণের। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সদস্য ছিলেন তিনি। কিন্তু একটিও উইকেট পাননি। ফলে এই দুবাইয়েই তাঁর কেরিয়ার প্রায় শেষ হতে চলেছিল। তার পর থেকে তিন বছরের উপর জাতীয় দলের বাইরে ছিলেন বরুণ। সেই সময় তাঁর অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু কোনও জবাব দেননি বরুণ। মুখ বুজে সহ সহ্য করেছেন।
আবার ফিরে এসেছেন বরুণ। গত মরসুমে আইপিএলে কেকেআরের হয়ে দুর্দান্ত বল করায় ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। সেখানে ভাল খেলায় সুযোগ পেয়েছেন এক দিনের দলে। প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না বরুণ। শেষ মুহূর্তে তাঁকে নেওয়া হয়। গ্রুপের শেষ ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পান এই স্পিনার। নেন পাঁচটি উইকেট। সেই শুরু। তার পর আর দলের বাইরে রাখা যায়নি তাঁকে। চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছেড়েছেন। নিজের বলেই সব জবাব দিয়েছেন। সফল হয়েছেন। তবে সেই সাফল্যের জন্য যে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে তা জানিয়েছেন কেকেআরের স্পিনার। সেই কারণেই হয়তো এই সাফল্যের স্বাদ আরও মিষ্টি।