টি-টোয়েন্টি সিরিজ় খেলতে রবিবার নিউজ়িল্যান্ড পৌঁছেছেন সূর্যকুমার। ফাইল ছবি।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে সে দেশে পৌঁছে গেলেন সূর্যকুমার যাদবরা। নিউজ়িল্যান্ডে পৌঁছানোর কথা টুইট করে জানিয়েছেন সূর্যকুমার। তা দেখে তাঁকে নিউজ়িল্যান্ডে স্বাগত জানালেন অস্ট্রেলিয়ার এক মহিলা ক্রিকেটার!
ওয়েলিংটন বিমানবন্দরে নেমে সূর্যকুমার নিজের অ্যাকাউন্টে লিখেছেন, ‘হ্যালো ওয়েলিংটন।’ সঙ্গে দিয়েছেন হাসির ইমোজি। ভারতীয় ব্যাটারের টুইটেই রিটুইট করেছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার আমান্ডা জেড ওয়েলিংটন। তিনি লিখেছেন, ‘হ্যালো যাদব।’ সঙ্গে দিয়েছেন অট্টহাসির ইমোজি। নিউজ়িল্যান্ডের রাজধানী শহরের নামের সঙ্গে মিল রয়েছে অস্ট্রেলিয়ার মহিলা লেগ স্পিনারের নামের। সেই মিলকে কাজে লাগিয়েই ভারতীয় ব্যাটারকে রসিকতা করে নিউজ়িল্যান্ডে স্বাগত জানিয়েছেন আমান্ডা। বিষয়টি আনন্দ দিয়েছে ক্রিকেটপ্রেমীদেরও।
গত এক বছর ধরে অনবদ্য ছন্দে রয়েছেন সূর্যকুমার। আইসিসির টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুরন্ত ছন্দে ছিলেন সূর্যকুমার। তাঁর আগ্রাসী ব্যাটিং এবং মাঠের চারদিকে শট নিতে পারার দক্ষতা চমকে দিয়েছে অনেক বিশেষজ্ঞকেও। অফ স্টাম্পের অনেক বাইরের বলকেও অবলীলায় তিনি পাঠিয়ে দিতে পারেন লেগ সাইডের গ্যালারিতে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিশ্রাম দেওয়ায় নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে ক্রিকেটপ্রেমীদের একাংশ তাকিয়ে রয়েছে সূর্যকুমারের দিকে। ১৮ নভেম্বর থেকে শুরু হবে নিউজ়িল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজ়। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ছ’টি ম্যাচ খেলে সূর্যকুমার করেছেন ২৩৯ রান। গড় ৫৯.৭৫। স্ট্রাইক রেট ১৮৯.৬৮। প্রতিযোগিতার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। স্বাভাবিক ভাবেই ৩২ বছরের মিডল অর্ডার ব্যাটারকে নিয়ে আগ্রহ বেড়েছে। অন্য দিকে আমান্ডা এখন ব্যস্ত রয়েছেন মহিলাদের বিগ ব্যাশ লিগ খেলতে। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তিনি। এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার মহিলা লেগ স্পিনার। ওভারপ্রতি খরচ করেছেন ৬.৫৯ রান। নিজের খেলার ব্যস্ততার মধ্যেও সূর্যকুমারের টুইট নজর এড়ায়নি তাঁর।
Hello Yadav https://t.co/ALgBHmTkI0
— Amanda Wellington (@amandajadew) November 13, 2022
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের কয়েক জন সদস্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের যে সদস্যরা নিউজ়িল্যান্ড সফরের দলে রয়েছেন, তাঁরা আর দেশে ফেরেননি। রবিবার অ্যাডিলেড থেকেই ওয়েলিংটন চলে গিয়েছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy