Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Marnus Labuschagne

ব্যাট করতে করতেই কি ধূমপানের শখ! লাইটার চেয়ে বসলেন অস্ট্রেলিয়ার লাবুশানে, তার পর...

মাঠেই ধূমপান করার শখ হল নাকি লাবুশানের? ঘটনার কিছুটা অংশ দেখলে এমন মনে হওয়া স্বাভাবিক। কিন্তু আসলে কী ঘটেছিল?

সাজঘরের দিকে সিগারেট খাওয়ার ইঙ্গিত করছেন মার্নাস লাবুশানে।

সাজঘরের দিকে সিগারেট খাওয়ার ইঙ্গিত করছেন মার্নাস লাবুশানে। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ১১:৩৩
Share: Save:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের প্রথম দিনে ব্যাট করতে করতে হঠাৎ লাইটার চেয়ে বসলেন মার্নাস লাবুশানে। আঙুল দিয়ে ইঙ্গিত করলেন সিগারেটের। মাঠেই ধূমপান করার শখ হল নাকি লাবুশানের? ঘটনার কিছুটা অংশ দেখলে এমন মনে হওয়া স্বাভাবিক। কিন্তু আসলে কী ঘটেছিল?

বুধবার প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৪৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির জন্য তা বন্ধ রাখা হয়। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমে শুরুতেই ফিরে যান ডেভিড ওয়ার্নার। মাত্র ১০ রান করে এনরিখ নোখিয়ের বলে ক্যাচ তুলে দেন মার্কো জানসেনের হাতে। এর পরেই ব্যাট করতে নামেন লাবুশানে। সেই সময় দেখা যায় সাজঘরের দিকে লাইটার আনার ইঙ্গিত করছেন তিনি।

লাইটার নিয়ে আসার পর দেখা যায় লাবুশানে হেলমেটের একটি অংশ সারাই করার জন্য লাইটার চাইছিলেন। একটা জায়গা খুলে গিয়েছিল। আগুন জ্বালিয়ে জায়গাটা গরম করার ফলে আবার ঠিক জায়গায় লাগিয়ে দেওয়া গিয়েছিল। সেটা করার জন্যই লাইটার চাইছিলেন লাবুশানে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭০ রানের মাথায় ক্যাচ দিয়েছিলেন লাবুশানে। কিন্তু স্লিপে সেই বল পৌঁছনোর আগেই মাটি ছুঁয়ে যায়। এর কিছু ক্ষণের মধ্যেই খেলা বন্ধ হয়ে যায়। পরে শুরু হলেও বেশি ক্ষণ খেলা হয়নি। লাবুশানে ৭৯ রান করে সাজঘরে ফেরেন। ওপেনার উসমান খোয়াজা অপরাজিত ৫৪ রানে। দিনের শেষে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে তুলেছে ১৪৭ রান।

প্রথম দু’টি টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ় জিতে নিয়েছে তারা। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজ় হেরে পিছিয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ টেস্টে জিতলে নিজেদের আশা কিছুটা বাঁচিয়ে রাখতে পারবেন প্রোটিয়ারা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE