টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি: টুইটার।
একাধিক ক্রিকেটারের চোট রয়েছে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবু উদ্বিগ্ন নন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ভারতের কাছে সিরিজ় হারলেও তাঁর দাবি, অস্ট্রেলিয়া দলের গভীরতা যথেষ্ট। চোট-আঘাত কোনও সমস্যা তৈরি করবে না।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এ বার তারাই বিশ্বকাপের আয়োজক। স্বাভাবিক ভাবেই প্রত্যাশার চাপ থাকবে অ্যারন ফিঞ্চদের উপর। তা অজানা নয় অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ডের। দলের একাধিক ক্রিকেটারের চোট রয়েছে। বিশ্বকাপের আগে হাতে কিছুটা সময় থাকায় ম্যাকডোনাল্ডের আশা, তাঁরা সুস্থ হয়ে যাবেন। চোট থাকলেও সমস্যা হবে না বলেই দাবি অস্ট্রেলিয়ার কোচের।
কেন এত আত্মবিশ্বাসী তিনি? ম্যাকডোনাল্ড বলেছেন, ‘‘আমাদের দু’জনের চোট রয়েছে। বিশ্বকাপের আগে এটা একটু উদ্বেগের। মূল দলের কোনও ক্রিকেটার ছিটকে যাক, এমন কেউই চায় না। আমাদের দলের অবশ্য যথেষ্ট গভীরতা রয়েছে। সেই গভীরতা দিয়ে যে কারও অভাব পূরণ করা সম্ভব। বিশ্বকাপের দলের ১৫ জনের মধ্যে কারও চোট লাগলেও আমরা গভীরতা দিয়ে সেটা ঢেকে দিতে পারব।’’
ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেও চিন্তিত নন ম্যাকডোনাল্ড। বরং ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ক্যামেরন গ্রিন যে ভাবে দায়িত্ব সামলেছেন, তাতে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার কোচ। বলেছেন, ‘‘ইনিংস শুরু করার চ্যালেঞ্জটা ও নিয়েছে। আমরা ওকে বলেছিলাম ব্যাটিং অর্ডারের শুরুতে গিয়ে নিজের দক্ষতা মেলে ধরতে। তার পর তো আমরা সকলেই দেখলাম গ্রিন কী করতে পারে।’’
ম্যাকডোনাল্ড আগে থেকেই আশাবাদী ছিলেন তরুণ অলরাউন্ডারকে নিয়ে। বলেছেন, ‘‘ভারতে আসার আগে যখন পরিকল্পনা করছিলাম, তখনই গ্রিনের দক্ষতার কথা মাথায় ছিল। ইনিংস শুরু করে সফল হওয়ার সম্ভাবনা ওর রয়েছে বলেই মনে হয়েছিল। বিশ্বের কয়েক জন সেরা বোলারের বিরুদ্ধেই কিন্তু ও সাফল্য পেল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy