হতাশ বাটলার। ছবি রয়টার্স
দুর্দান্ত ক্যাচ নিয়ে দুপুরে নায়ক হয়ে গিয়েছিলেন তিনি। বিকেলে সহজ ক্যাচ ফেলে আচমকাই খলনায়ক হয়ে গেলেন জস বাটলার। বৃহস্পতিবার অ্যাশেজে দিন-রাতের টেস্টের প্রথম দিনে এ ভাবেই শিরোনামে রইলেন তিনি।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার রান তখন মাত্র ৪। স্টুয়ার্ট ব্রডের বিপক্ষে ব্যাট করছিলেন মার্কাস হ্যারিস। ব্রডের লাফিয়ে ওঠা একটি বল পুল করতে গিয়েছিলেন হ্যারিস। ব্যাটে-বলে সংযোগ ঠিকঠাক হয়নি। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে দুরন্ত ক্যাচ নেন বাটলার।
INSANE! Buttler pulls in an all-timer behind the stumps! #Ashes pic.twitter.com/v96UgK42ce
— cricket.com.au (@cricketcomau) December 16, 2021
মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। অনেকেই বাটলারকে এমন দুরন্ত ক্যাচের জন্য ‘সুপারম্যান’ বলে ডাকতে শুরু করেন। কিন্তু বিকেলে সেই বাটলারই খলনায়ক হয়ে যান।
An absolute sitter hits the deck as Labuschagne gets another life #Ashes pic.twitter.com/QI3bDaIRRO
— cricket.com.au (@cricketcomau) December 16, 2021
জেমস অ্যান্ডারসনের বলে মার্নাস লাবুশেন খোঁচা মারেন। লোপ্পা ক্যাচ উড়ে এসেছিল বাটলারের সামনে। তিনি তা তালুবন্দি করতে পারেননি। লাবুশেন তখন ৯৫ রানে ব্যাটিং করছিলেন। উল্লেখ্য, ডেভিড ওয়ার্নারও ৯৫ রানে ফিরে গিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy