ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। —ফাইল চিত্র।
চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে তিন বার ডোপিং নমুনা জমা দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। বুধবার জাতীয় ডোপ বিরোধী সংস্থা (নাডা) সেই তালিকা প্রকাশ করেছে। মোট ৫৫ জন ক্রিকেটারের থেকে ৫৮টি নমুনা নিয়েছে নাডা। ২০২১ ও ২০২২ সালে বছরে যথাক্রমে ৫৪টি এবং ৬০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু চলতি বছরে পাঁচ মাসেই ৫৮টি নমুনা সংগ্রহ করায় মনে করা হচ্ছে সংখ্যাটা বছরের শেষে অনেকটাই হয়ে যাবে।
তবে গত পাঁচ মাসে রোহিত শর্মা এবং বিরাট কোহলির নমুনা নেওয়া হয়নি। ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দেওয়া হার্দিক পাণ্ড্যর এপ্রিল মাসে একবারই পরীক্ষা হয়েছে। পাঁচ মাসে মহিলা ক্রিকেটারদের মধ্যে অবশ্য মাত্র দু’জন- হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানার এক বারই পরীক্ষা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy