Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Mohammed Shami

‘শামিকে দরকার ভারতের’, বাংলার বোলারের সঙ্গে গম্ভীরকে কথা বলার পরামর্শ সদ্যপ্রাক্তন কোচের

গোড়ালির অস্ত্রোপচারের পর এখনও মাঠে ফেরেননি শামি। তবু তাঁকে নিয়ে পরিকল্পনা তৈরির পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের সদ্যপ্রাক্তন এক কোচ। বড় প্রতিযোগিতাগুলিতে শামিকে দরকার বলে মত তাঁর।

picture of Mohammed Shami

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৪:০৪
Share: Save:

ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগেই গৌতম গম্ভীর বার্তা দিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটারদের সব ধরনের ক্রিকেট খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। সিনিয়র ক্রিকেটারদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক নয়। মত জাতীয় দলের এক প্রাক্তন কোচের। মহম্মদ শামির উদাহরণ দিয়ে তাঁর বক্তব্য, কোচ গম্ভীরের উচিত ওর সঙ্গে বসে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা।

গত বছর এক দিনের বিশ্বকাপের পর থেকে গোড়ালির চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন শামি। অস্ত্রোপচারের পর এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেননি বাংলার ক্রিকেটার। অতিরিক্ত ক্রিকেট শামির মতো ক্রিকেটারকে আবার মাঠ থেকে ছিটকে দিতে পারে। একটি সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে আশঙ্কা পরশ মাম্বরের। ভারতীয় দলের সদ্যপ্রাক্তন বোলিং কোচ পরামর্শের সুরে বলেছেন, ‘‘কিছু দিনের মধ্যে শামি মাঠে ফিরবে। ভারতীয় দলের নতুন কোচিং স্টাফদের উচিত ওর সঙ্গে কথা বলা। শামি তরুণ নয়। আর কত দিন ক্রিকেট খেলতে চায়, কী ভাবে খেলতে চায়, এ গুলো জেনে নেওয়া দরকার। ওকে কী ভাবে ব্যবহার করলে সেরা ফল পাওয়া যাবে, সেটা ঠিক করে নেওয়া দরকার। মনে হয় না কোনও সমস্যা হবে। আমি নিশ্চিত গম্ভীর ঠিক ওর সেরাটা বের করে নেবে।’’

মাম্বরে মনে করেন, ফিটনেস বজায় রাখতে পারলে শামি আরও দু’তিন বছর খেলতে পারবেন। তাঁর বক্তব্য, ‘‘শামি বিশ্বের অন্যতম সেরা বোলার। ও কী করতে পারে সকলেই জানি। টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেওয়া হলে অস্ট্রেলিয়া সফরে শামিকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া গুরুত্বপূর্ণ। সেই পরিকল্পনা এখন থেকে করতে হবে। এটাও ঠিক, শামি অনেক দিন ক্রিকেটের মধ্যে নেই। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ওকে কিছু ম্যাচ খেলতে হবে। মাঠে ফেরার পর ওর শরীর কতটা ধকল নিতে পারছে, সেটা বুঝে খেলাতে হবে।’’

টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা রয়েছে ভারতের সূচিতে। টেস্ট এবং এক দিনের ক্রিকেটে শামি এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে মত মাম্বরের। ভারতীয় দলের ভাল ফলের জন্য ৩৩ বছরের বোলারকে নিয়ে সঠিক পরিকল্পনা প্রয়োজন, দাবি তাঁর। মাম্বরে বলেছেন, ‘‘বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজার মতো সিনিয়র হিসাবে গুরুত্ব পাওয়া উচিত শামির। গত এক দিনের বিশ্বকাপে শামি নিজের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছে। আরও কিছু দিন ওকে প্রয়োজন ভারতীয় দলের।’’

কয়েক জন তরুণ বোলার উঠে এলেও শামিকে পরিকল্পনায় রাখতেই হবে বলে মনে করেন মাম্বরে। কারণ বাংলার জোরে বোলারের দক্ষতা এবং অভিজ্ঞতা তরুণদের পক্ষে দ্রুত রপ্ত করা কঠিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE