শতরান করে উল্লাস আর্শিন কুলকর্ণির। ছবি: এক্স।
ভারতের হয়ে খেলছেন ১১ জন ভারতীয় ক্রিকেটার। প্রতিপক্ষ দল আমেরিকার হয়েও খেলছেন ১১ জন ভারতীয় ক্রিকেটার। এমনই নজিরবিহীন ঘটনা দেখা গেল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। আমেরিকার হয়ে খেলতে নামা ১১ জন ভারতীয়ের সবার জন্ম অবশ্য ভারতে হয়নি। কিন্তু তাঁরা ভারতীয় বংশোদ্ভূত।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমেরিকার দলে যে ১১ জন খেলছেন তাঁদের নাম— প্রণব চেট্টিপালায়াম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপ্পা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, মানব নায়ক, অমোগ আরেপল্লি, পার্থ পটেল, আরিন নাদকর্ণি, অতীন্দ্র সুব্রহ্মন্যণ ও আর্য গর্গ। এই ১১ জনের মধ্যে প্রণব ও উৎকর্ষের জন্মও ভারতে। বাকি ন’জন অবশ্য আমেরিকায় জন্মেছেন।
আমেরিকার হয়ে ১১ জন ভারতীয় খেললেও তাঁদের সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটারদের খেলার মানের যে তফাত রয়েছে তা বোঝা যাচ্ছে। এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে আমেরিকা। অন্য দিকে ভারত দু’টিতেই জিতে গ্রুপ শীর্ষে রয়েছে।
আমেরিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান করেছে ভারত। শতরান করেছেন আর্শিন কুলকর্ণি। ১০৮ রানের ইনিংস খেলেছেন তিনি। মুশির খান ৭৩ রান করেছেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়েছে আমেরিকা। খেলার যা অবস্থা তাতে আমেরিকাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিকের পথে এগোচ্ছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy