অজাজকে বিশেষ সম্মান ছবি: টুইটার থেকে।
দল হেরে গিয়েছে। কিন্তু তিনি জিতে নিয়েছেন ক্রিকেট সমর্থকদের মন। জিম লেকার ও অনিল কুম্বলের পরে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন অজাজ পটেল। তাঁর এই কৃতিত্বের জন্য তাঁকে বিশেষ সম্মান দিল ভারতীয় দল। বিরাট কোহলীদের সই করা জার্সি অজাজের হাতে তুলে দিলেন ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সেই সঙ্গে অজাজকে বিশেষ সম্মান দিল মুম্বই ক্রিকেট সংস্থা।
সোমবার খেলা শেষ হওয়ার পরে এক সঙ্গে সাক্ষাৎকার দেন অশ্বিন ও অজাজ। ১০ উইকেটের জন্য অজাজের প্রশংসা করেন অশ্বিন। তার পরেই ভারতীয় দলের তরফে একটি টেস্ট জার্সি অজাজের হাতে তুলে দেন তিনি। তাতে কোহলী-সহ সব ক্রিকেটারের সই ছিল।
You just cannot miss this @ashwinravi99 & @AjazP in one frame
— BCCI (@BCCI) December 6, 2021
Stay tuned for this folks
Interview coming up soon on https://t.co/Z3MPyesSeZ#TeamIndia #INDvNZ @Paytm pic.twitter.com/mCzzMuQ7aZ
ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক টেস্টে ১৪ উইকেট নেওয়ার ঐতিহাসিক কীর্তির জন্য মুম্বই ক্রিকেট সংস্থাও সম্মানিত করেছে অজাজকে। ম্যাচের স্কোরবোর্ড বাঁধিয়ে তুলে দেওয়া হয়েছে অজাজের হাতে। দেওয়া হয়েছে ম্যাচ বল ও একটি জার্সি।
India vs New Zealand Test Match 3rd - 7th December 2021 pic.twitter.com/iEks1MIMsf
— Mumbai Cricket Association (MCA) (@MumbaiCricAssoc) December 6, 2021
অবশ্য এই প্রথম নয়, এর আগেও ব্রিসবেনে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে অস্ট্রেলিয়ার স্পিনার নেথান লায়নের হাতে দলের সবার সই করা একটি জার্সি তুলে দিয়েছিলেন রহাণে। ১০০ তম টেস্ট খেলায় তাঁকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy